চলতি মাস থেকেই শুরু হয়েছে হাসপাতালের বহির্বিভাগে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা। সপ্তাহের সোম থেকে শনি হাসপাতালে বহির্বিভাগে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য বসছেন ডাক্তার। স্বাস্থ্য দফতরের নির্দেশ মতোই তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের আউটডোরে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে।
যেখানে রোগীরা বিনামূল্যে চিকিৎসার পরিষেবা পাবেন। এমনকি প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হবে। এবং উন্নততর চিকিৎসার জন্য সরকারিভাবে ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান সময়ে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। মারণ রোগ ক্যান্সার।
এই রোগে আক্রান্তদের চিকিৎসার খরচ অনেক বেশি। সমাজের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন ক্যান্সার চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খান। আক্রান্ত রোগীর চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হয় রোগীর পরিবার।
তবে আর চিন্তা নেই, এই ব্যয়বহুল রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালে থেকেই পাবেন আক্রান্ত রোগীরা। সম্প্রতি স্বাস্থ্য দফতরের নির্দেশে এই রোগের চিকিৎসার জন্য বোর্ড গঠনের পাশাপাশি সপ্তাহে দুদিন স্পেশাল ক্লিনিকেরও ব্যবস্থা করা হয়েছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে।
সপ্তাহের সোমবার থেকে শনিবার পর্যন্ত অঙ্কলজি ডিপার্টমেন্টের বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। এছাড়াও সপ্তাহের দুদিন ক্যান্সার চিকিৎসার ক্লিনিক মেডিক্যাল কলেজের বহির্বিভাগ থেকে পরিষেবা দেওয়া হচ্ছে। শুধু চিকিৎসা নয়, এর পাশাপাশি বিশেষ বোর্ড গঠন করে ক্যান্সার রোগীদের কি ধরনের চিকিৎসা প্রয়োজন তা পর্যালোচনা করে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে।
প্রয়োজনে কেমোথেরাপি সহ ক্যান্সার আক্রান্তরা অন্যান্য চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। এই বিষয়ে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, “হাসপাতালের বহির্বিভাগে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা আগের থেকে বেড়েছে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। বিশেষ টিউমার বোর্ড গঠন করে কি ধরনের ক্যান্সার তা পর্যালোচনার পর আক্রান্তদের চিকিৎসা পরিষেবা গ্রহণ করা হচ্ছে। এতে করে ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবার এই ব্যয়বহুল চিকিৎসার খরচের জন্য দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন।”
আগামী দিনে আরও ক্যান্সার আক্রান্ত রোগীদের আরও উন্নত চিকিৎসা ব্যবস্থা দিতে বদ্ধপরিকর তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল, জানিয়েছেন ওই চিকিৎসক।