প্যারিস অলিম্পিক্সের সদর দফতরে পুলিসি হানা! কিন্তু কেন?/ Police raid headquarters of Paris Olympics organisers, find out why


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক বছরের কিছুটা বেশি সময় হাতে রয়েছে। আর এরইমধ্যে মঙ্গলবার অর্থাৎ ২০ জুন। চলবে ১১ অগাস্ট পর্যন্ত। প্যারিসের অলিম্পিক্সের হেড কোয়ার্টারে(Paris Olympics Headquarters)  হানা দিল প্যারিস পুলিস (Paris Police) ও ফ্রেঞ্চ অ্যান্টি করাপশন ইউনিটের (French Anti-Corruption Agency) একাধিক আধিকারিক। এমনিতেই আসন্ন প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) নিয়ে একাধিক দেশের ক্ষোভ রয়েছে। রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হলে, কমপক্ষে ৪০টি দেশ প্যারিস অলিম্পিক্স বয়কট করতে পারে। এমন প্রেক্ষাপটে এবার প্যারিসের অলিম্পিক্সের সদর দফতরে তদন্ত চালাল পুলিস আধিকারিকরা। এই পুলিসি হানার কারণ হিসেবে কোনও পক্ষই মুখ খোলেনি। তবে সংবাদসংস্থা রয়টার্সের দাবি, সরকার ও সাধারণ মানুষের টাকার নয়ছয়। একাধিক দুর্নীতি ও স্বজন পোষণের আখাড়া হয়ে উঠেছে এই সংস্থা। দীর্ঘদিন ধরে এমন গুরুতর অভিযোগ পাওয়ার পরেই, এত বড় পুলিসি হানার খবর সামনে এসেছে। 

সূত্রের আরও দাবি, প্রধান দুটি অভিযোগ রয়েছে প্যারিসের অলিম্পিক্সের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে। কর্তাদের বিরুদ্ধে বেশ কিছু অসম্পূর্ণ তথ্য দেওয়ার সঙ্গে, তাঁদের বিরুদ্ধে স্বার্থের দ্বন্দ্বে জড়িত থাকার মারাত্মক অভিযোগ উঠেছে। বিশেষ করে ফুটবল, রাগবি, জিমন্যাসটিক্স ও টেনিসের মতো খেলার সঙ্গে কর্তাদের বিরুদ্ধে গুরুতর একাধিক অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন: Babar Azam: টালমাটাল বাবর আজমের পাক বোর্ড! সরে দাঁড়ালেন নাজম শেঠি, কিন্তু কেন?

আরও পড়ুন: Ravichandran Ashwin: ‘বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন!’ ফের ‘কলিগদের’ বিরুদ্ধে বোমা ফাটালেন ব্রাত্য অশ্বিন

রুদ্ধশ্বাস বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে গিয়েছিল ফ্রান্স। এর দু’মাস পর পদত্যাগ করেছিলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রিট। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, দুর্নীতিতে জড়িত থাকার দায়ে ইতমধ্যেই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ও রাগবি দলের প্রাক্তন কোচ বার্নাড লাপোর্তে। গত জানুয়ারি মাসে ফ্রাসে রাগবি বিশ্বকাপের আসর বসেছিল। এর আগে সরে দাঁড়িয়েছিলেন সেই কর্তা। এই দুই কর্তার বিরুদ্ধেও তদন্ত করছেন ফ্রেঞ্চ অ্যান্টি করাপশন ইউনিটের আধিকারিকরা। 

এদিকে প্যারিস অলিম্পিক্স বয়কট করতে পারে ৪০টা দেশ। এমনটাই মন্তব্য করলেন পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কামিল বোর্টনিকজুক। তাঁর দাবি, যদি রাশিয়া ও বেলারুশকে অলিম্পিক্সে সুযোগ দেওয়া হয় তাহলে বয়কটের পথে হাঁটতে পারে তাবড় দেশগুলো। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি সিদ্ধান্ত নিয়েছে ২০২৪ সালের অলিম্পিক্সে রাশিয়া ও বেলারুশের প্লেয়ারদের সুযোগ দেওয়া হবে। গত টোকিও অলিম্পিক্সে এই দুই দেশের অ্যাথলিটদের সুযোগ দেওয়া হয়নি। বিশ্বের কোনও ইভেন্টেই সুযোগ দেওয়া হচ্ছে না এই দেশের অ্যাথলিটদের। নিরপেক্ষ প্লেয়ার হিসেবে তাঁরা অংশগ্রহণ করছেন। 

কিছুদিন আগে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের সুয়োগ দেওয়া হবে। এরপর পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও ল্যাটভিয়ার পক্ষ থেকে আইওসি-র এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়। ইউক্রেনের পক্ষ থেকেও প্যারিস অলিম্পিক্স বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয়। এই প্রতিবাদে জবাবে আইওসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, বয়কট করা মানে অ্যাথলিটদের শাস্তি দেওয়া। 

বোর্টানিকজুক বলেন, “যদি যুদ্ধ করা রাশিয়া ও তাদের সাহায্য করা বেলারুশের অ্যাথলিটদের সুযোগ দেওয়া হয় তাহলে বিশ্বের ৪০টা দেশ অলিম্পিক্স বয়কট করবে। সেই তালিকায় রয়েছে গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা।” এই দেশগুলো অলিম্পিক্সে সবথেকে বেশি সংখ্যায় পদক জেতে। প্রায় সব ইভেন্টে এই দেশগুলো থেকে অ্যাথলিটরা অংশগ্রহণ করে থাকেন অলিম্পিক্সে। 

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের উপর হামলা চালায় রাশিয়া। তারপর থেকে বিভিন্ন পক্ষের চাপ থাকলেও রাশিয়া হামলা বন্ধ করেনি। বিশ্বের একাধিক দেশের দাবি, যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের অংশগ্রহণ করতে না দেওয়া হোক। আর এবার প্যারিসের অলিম্পিক্সের হেড কোয়ার্টারে পুলিসি হানার খবর সামনে এল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *