Chiranjeet Chakraborty : ‘রাজ্যপাল একটা ট্র‍্যাপে পড়ে গিয়েছেন…তারই চাপ এসে গিয়েছে!’ মন্তব্য চিরঞ্জিতের – trinamool congress mla chiranjit chakraborty praised state governor cv ananda bose


Uttar 24 Pargana : শাসক দলের লাইনের বিপরীতে গিয়ে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রশংসা শোনা গেল তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর গলায়। মঙ্গলবার তিনি বলেন, “রাজ্যপালকে নিয়ে দলের মুখপাত্র কুনাল ঘোষ বা বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছে তা না বুঝেই করেছেন। রাজ্যপাল একটা ট্র‍্যাপে পড়ে গিয়েছেন। একসময় বাংলা শিখছিলেন, অনেকরকম কথা শিখছিলেন। ব্যক্তিগত একটা জায়গা তৈরি করছিলেন। ব্যক্তিগতভাবে উনি অত্যন্ত সুন্দর ভালো শিক্ষিত লোক। কিন্তু তাঁর উপরে চাপ এসে গিয়েছে। তাই তিনি পালটে গিয়েছেন।”

Madan Mitra News : ‘কালো শয়তান বলেছিলাম কারণ…’, রাজ্যপাল প্রসঙ্গে মন্তব্যে ব্যাখ্যা মদনের
সেই চাপ বিরোধী দল BJP-র বলেই মনে করেন চিরঞ্জিৎ চক্রবর্তী। মঙ্গলবার বারাসত ন’পাড়া কালিবাড়ি এলাকায় রথযাত্রা উপলক্ষ্যে উপস্থিত হয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করেন তারকা বিধায়ক। তিনি বলেন, “রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের যেমন নির্দেশ আসছে সেইভাবে কাজ করছেন। রাজ্যপালকে যারা আক্রমণ করছেন তাঁরা বোঝেন না তাই করছেন। কিছু কিছু লোক আছেন তাঁরা সবটা বোঝেন না তাই বলছেন। মদন মিত্র তাঁর নিজের মনে বলেছেন ‘ও লাভলী’। এক্ষেত্রে আর লাভলীটা বলছেন না।”

CV Ananda Bose : নির্ধারিত কর্মসূচি বাতিল করে ক্যানিংয়ে রাজ্যপাল, পঞ্চায়েতের আগে অশান্ত বাংলা নিয়ে উদ্বেগে বোস
তারকা বিধায়কের ধারণা তাঁরা না বুঝেই বলছেন। এছাড়াও বিধায়ক চিরঞ্জিত মনে করেন, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী BJP-র লাফালাফি জন্যই হয়েছে। তিনি বলেন, “তাঁরা যেভাবে লাফালাফি করেছে তাতে সর্বোচ্চ আদালত এই আদেশ দিয়েছেন। আদালত সবসময় নিরাপত্তা দেখে। দু-চারটে চাল খারাপ হলে যেমন চাল পালটে দিতে বলে এক্ষেত্রেও তেমন হয়েছে। বাংলা সন্ত্রাসমূক্ত। BJP জোর করে চাপানোর চেষ্টা করছে। বিরোধীরা বলছেন মনোনয়ন তুলে নেওয়ার জন্য শাসক দলের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে। এই অভিযোগ সঠিক নয়। দু-এক জায়গায় হতে পারে। সেটা হাজার হাজার নয়। সেই সংখ্যাটা বলতে পারবে না কেউ।”

Nawsad Siddiqui : BJP-র সঙ্গে গোপন আঁতাত? তৃণমূলের ফাঁস করা হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে মুখ খুললেন নওশাদ
বিধায়কের দাবি, “হিংসাটা হল কোথায়? সাত জনের প্রাণ গেল, তাতে কি হয়েছে! ৯৬ হাজার যেখানে আসন, সব মনোনয়ন প্রায় আড়াই লাখ, যেখানে ঠিকঠাক হয়ে গেল। যেকোনও মৃত্যুই দুঃখের। কিন্তু এটা এমন কিছু নয়। সাত জন মারা যাওয়াটা মাইনর। মেজরিটির থেকে কম। কয়েকটা ইস্যুকে বড় করে দেখিয়ে BJP এটাই করে আদালতে গিয়ে। সেটা এবারও করল। আমাদের উচিৎ ছিল সুপ্রিম কোর্টে যাওয়া। আমরা তাই গিয়েছি।”

Madan Mitra : ‘কালা রজনীকান্তকে দেখতে যাবেন?’, রাজ্যপালকে নিয়ে ফের বেফাঁস মদন
দলবদল নিয়ে বিধায়কের দাবি, যেই দল ছেড়ে যাবে তাঁর পদটা যেন না থাকে। অর্থাৎ তাঁর বিধায়ক বা সাংসদের পদ যেন না থাকে। দলের মধ্যে যে গোষ্ঠীকোন্দল হচ্ছে সেটাও এমন কিছু না বলে তিনি জানান, “সব জায়গায় এমন হচ্ছে না। দু-এক জায়গায় এমন হচ্ছে।” গোলমাল যা হয়েছে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তা কিছুই নয় বলেই মনে করেন চিরঞ্জিৎ চক্রবর্তী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *