Panchayat Election 2023 : আমি তো এমনিই আধমরা, মারলে মেরে দিক – i will not withdraw panchayat election nomination says 69 year old burdwan cpim candidate pradeep hazra election23


রূপক মজুমদার, বর্ধমান

“আমি তো এমনিতেই আধমরা। এর পর মেরে দিলে দিক। কিন্তু মনোনয়ন আমি প্রত্যাহার করব না।”

সপ্তাহে ৩ দিন ডায়ালিসিস নেওয়া ৬৯ বছরের সিপিএম প্রার্থী প্রদীপ হাজরার জেদ, শত হুমকি এলেও লড়াইয়ের ময়দান তিনি ছাড়বেন না। তাঁর বয়স ও শারীরিক অবস্থার কথা জেনেও দল যখন তাঁকে প্রার্থী করেছে, তখন তিনি প্রতারণা করতে পারবেন না।

বর্ধমান ১ ব্লকের রায়ান ১ গ্রাম পঞ্চায়েতে এবার সিপিএম প্রার্থী করেছে কিডনির অসুখে অসুস্থ প্রদীপকে। মনোনয়ন তুলে নেওয়ার জন্য তাঁর কাছে শাসকদলের এক অঞ্চল সভাপতির হুমকি ফোন আসে বলে অভিযোগ করেন প্রদীপ। সেই হুমকি ফোনে রায়ান ১ অঞ্চলের তৃণমূল সভাপতি শেখ জামাল ঠান্ডা গলায় মনোনয়ন তুলে নেওয়ার পরামর্শ দেন। শান্ত ভাবে ফোনে তিনি জানান, (অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কি তিনি গোটা পঞ্চায়েত দখল করে নেবেন?

WB Panchayat Election : ভোটের ‘ভেট’ ৫০ হাজার টাকা! বিজেপি প্রার্থীকে মনোনয়ন তুলে নেওয়ার হুমকি, অভিযুক্ত তৃণমূল
মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গোপন ডেরায় চলে যান প্রদীপ। বিকেল ৩টের আগে কারও ফোন ধরেননি তিনি। প্রত্যাহার পর্বের সময় পেরিয়ে গেলে ফোনে তিনি বলেন, “জামাল কী ভাবে আমাকে প্রার্থীপদ তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন সেটা তো আপনারা জানেন। তবে উনি খারাপ কথা বলেননি। শুধু অনুরোধ করেছেন।”

প্রদীপ জানান, তাঁর জেঠা ললিত হাজরা পূর্বস্থলী বিধানসভার বিধায়ক ছিলেন। বাবা শান্তিময় হাজরা ছিলেন অবিভক্ত কমিউনিস্ট পার্টির কৃষকসভার নেতা। বলেন, “আমি সেই বংশের ছেলে হয়ে কী ভাবে দলের সঙ্গে প্রতারণা করব? পাঁচ বছর ধরে সপ্তাহে ৩টি করে ডায়ালিসিস হয় আমার। চিকিৎসক রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, এই সংখ্যা আরও বাড়বে।”

WB Panchayat Election : রাতের অন্ধকারে মনোনয়ন প্রত্যাহারের হুমকি তৃণমূলের বিরুদ্ধে!নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত প্রার্থীর
একই সঙ্গে তিনি বলেন, “আমি তো মৃতপ্রায় একটা মানুষ। কিন্তু এখনও পার্টির বিভিন্ন অনুষ্ঠান, ক্লাসে নিয়মিত যোগ দিই। ওখান থেকেই আমি বেঁচে থাকার অক্সিজেন পাই। ওটাই আমার জীবনে বাঁচার রসদ। ডায়ালিলিস নিয়ে বিছানায় শুধু শুয়ে থাকলে কবেই তো মরে যেতাম। এখন যদি আমাকে মেরে দিতে চায় তো মারুক। কিন্তু মনোনয়ন আমি তুলব না।” দিনভর গোপন আস্তানায় থেকে সন্ধ্যার পর বাড়ি ফেরেন তিনি।

Panchayat Election 2023 : বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন BJP প্রার্থী! জিতেই যোগ দিলেন তৃণমূলে, ভোটরঙ্গ বীরভূমে
কাটোয়া বিধানসভার কুরচি এলাকায় আদি বাড়ি হলেও সন্তানদের পড়াশোনার জন্য বছর ৩০ আগে বর্ধমানের কালনা গেটের সুকান্তপল্লিতে চলে আসেন প্রদীপ। চাকরি করা তাঁর দুই ছেলে এখন অন্যত্র থাকেন। সুকান্তপল্লিতে স্ত্রীকে নিয়ে থাকেন প্রদীপ। এদিন দুপুরে বাড়ি গিয়ে দেখা গিয়েছে, তাঁর স্ত্রীর চোখে-মুখে আতঙ্কের ছাপ।

স্বামী কোথায়, কী করছেন তার কোনও তথ্য দিতে চাননি তিনি। সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় বলেন, “প্রদীপ হাজরা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে শাসকদলের লোকেরা এই কাজ করছে। তবে উনি যেভাবে হুমকিতেও নতি স্বীকার না করে পঞ্চায়েত গড়ার লক্ষ্যে লড়াইয়ে থাকলেন, তার জন্য ওঁকে আমাদের লাল সেলাম।”

West Bengal Panchayat Election : CPIM প্রার্থীর বাড়িতে চড়াও বাইক বাহিনী, দুষ্কৃতীদের তাড়া করল গ্রামবাসী
হুমকি দেওয়ার অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন রায়ান ১ অঞ্চলের তৃণমূল সভাপতি শেখ জামাল। তিনি বলেন, “ওটা আমার গলাই নয়। আমার নাম করে কেউ ফোন করে থাকতে পারে। রায়ান ১ গ্রাম পঞ্চায়েতের ৩০টি সংসদের মধ্যে ১৮টিতেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি। কেন আমি ওঁকে হুমকি দিতে যাব। এসব সিপিএমের মিথ্যা প্রচার।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *