পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থেকে এমনই অভিযোগ পাওয়া গিয়েছে। BJP প্রার্থীকে প্রচার না করার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কাঁকসার মাধবমাঠ এলাকায়।
বুধবার সকাল থেকে কাঁকসার মাধবমাঠে চাপা উত্তেজনা রয়েছে। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৬৫ নম্বর বুথে BJP প্রার্থী হয়েছেন ছোটন বাগদি। তাঁর অভিযোগ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকেই তাঁকে ভয় দেখানো হচ্ছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে তাঁর বাড়িতে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী চড়াও হয় এবং তাঁকে নানান ভাবে হুমকি দেয় যাতে তিনি এলাকায় কোনোরকম ভোটের প্রচার না করেন, এমনই অভিযোগ করা হয়েছে।
এমনকি ভোটের প্রচারে বের হলে তাঁকে পরে দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় বলে তাঁর অভিযোগ। তিনি জানিয়েছেন, “অন্ধকারে আমি কাউকে চিনতে পারিনি।” ঘটনার পরই কাঁকসা থানার পুলিশকে ফোন করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দলের উচ্চ নেতৃত্বকে জানানোর পাশাপাশি বুধবার এই বিষয়ে লিখিত অভিযোগ জানাতে প্রশাসনের দ্বারস্থ হন।
ছোটন বাগদি আরও বলেন, “মনোনয়ন জমা দেওয়ার পরেই বেশ কিছুদিন মনোনয়ন তুলে নিতে হুমকি দেওয়া হয়। কিন্তু আমি ভয় পাইনি। মনোনয়ন তুলিনি। কিন্তু এবার যেভাবে রাতের অন্ধকারে সোজা বাড়িতে এসে তৃণমূল কর্মীরা চড়াও হয়েছে, তাতে আমি আতঙ্কে ভুগছি। হুমকি দিয়ে গিয়েছে আমি যদি প্রচার করতে বেরোই তাহলে ভালো হবে না। এই বিষয়ে আমি জেলা নেতৃত্বকে জানিয়েছি। তাঁরা আমার পাশে থাকার বার্তা দিয়েছেন।”
যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাঁকসা ব্লকের তৃণমূলের সহ সভাপতি হিরন্ময় বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি প্রচারের আলোয় আসার জন্যই BJP তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।
তিনি বলেন, “BJP এখানে জিততে পারবে না। একথা ভালো করে জানে। তাই এসব মনগড়া কথা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে বেড়াচ্ছে।” জেলা স্তরের এক BJP নেতা জানান, “ওই এলাকায় আমাদের শক্ত সংগঠন রয়েছে। তাই হারার ভয়ে রয়েছে তৃণমূল। আর সেই কারণেই চাইছে আমাদের প্রার্থী যাতে ভোটে না লড়েন।”