Uttar Dinajpur Assault : শৌচকর্ম করতে যাওয়ার সময় অনুসরণ! শ্রমিকের মুখে কাপড় গুঁজে ধর্ষণের চেষ্টা চোপড়াতে – youth allegedly tried to rape tea garden worker in uttar dinajpur


পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোটা উত্তপ্ত রাজ্য। ইতিমধ্যেই ভোটের বলি হয়েছেন ৮ জন। রাজ্যের আইন-শৃঙ্খলা যখন প্রশ্নের মুখে, তখন ফের একবার ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। কালিয়াগঞ্জের ঘটনার পর জেলার আরেক প্রান্ত চোপড়া থানার কাঁচাকালী এলাকায় এক চা বাগানের মহিলা শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগ ঘিরে বুধবার সকালে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় এক যুবকের দিকে অভিযোগের আঙুল উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগানের এক মহিলা শ্রমিক শৌচকর্ম করতে সকালে চা বাগানে গিয়েছিলেন। তখন তাঁকে অনুসরণ করে বাগানে ঢোকে এলাকার এক যুবক। অভিযোগ সেখানেই মুখে কাপড় গুঁজে ওই মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত। মহিলার চিৎকার চেঁচামেচি শুনে বাগানের অন্যান্য শ্রমিকরা ছুটে আসে। কিন্তু ততক্ষণে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় সে।
Ghaziabad Crime : জিম ফেরত তরুণীর পিছু নিয়ে গাড়ির ধাক্কা, কারণ ঘিরে ধোঁয়াশা
এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। বৃষ্টি মাথায় নিয়েই অভিযুক্ত যুবককে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে কাঁচাকালী বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে ক্ষুব্ধ চা বাগানের শ্রমিকরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

রাস্তা অবরোধের কারণে রাজ্য সড়কে ব্যাপক যানযট তৈরি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। বিক্ষোভরত চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। পুলিশের আশ্বাসের মুখে অবরোধ তুলে নেন নেন শ্রমিকরা। অভিযুক্ত যুবকের নাম জানা যায় নি। তবে ওই যুবক একাধিক সমাজ বিরোধী কাজের সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Self Help Group West Bengal : স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণা! অভিযুক্তদের গাছে বেঁধে বেধড়ক মার
চা শ্রমিক নেতা বিষ্ণুপদ পাল এই ঘটনা নিয়ে বলেন, ‘প্রতিদিনের মতো ওই মহিলা বাগানে কাজে এসেছিলেন। চা বাগানে বাথরুম না থাকার কারণে বাগানের আশে পাশে শ্রমিকা শৌচকর্ম করেন। ওই মহিলা ১০ নম্বর খালের দিকে পায়খানা করতে গিয়েছিল। একটা ছেলে ধাওয়া করে ওখানে যায়। চা বাগানের মধ্যে ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে যাই। ওই মহিলার থেকে গোটা ঘটনার কথা জানতে পারি। মহিলা শ্রমিকরা তাঁকে বাগান থেকে বাইরে বের করে নিয়ে বাড়ি নিয়ে যায়। আমরা অভিযুক্তের শাস্তি চাই।’

Howrah Accident : অটোয় যেতে যেতে কেটে রাস্তায় পড়ল মহিলার হাত! মারাত্মক ঘটনায় শিউরে উঠল হাওড়া
রায়গঞ্জ জেলা পরিষদ সদস্য গোপাল ভৌমিক বলেন, ‘আমরা শুনেছি এক মহিলা শ্রমিকে ধর্ষণের চেষ্টা করেছে স্থানীয় গ্রামের একটি ছেলে। স্থানীয়রা চলে আসায় মহিলার কোনও ক্ষতি করতে পারেননি। শ্রমিকরা সেই কারণে রাস্তা অবরোধ করেছি। আমরা পুলিশ প্রশাসনের কাছে ওই যুবকের শাস্তির দাবি জানাচ্ছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *