Uttar 24 Pargana News : ব্যারাকপুরে মহিলা চিকিৎকের রহস্যমৃত্যু কাঠগড়ায় লিভ-ইন পার্টনার! অভিযুক্ত সেনার ডাক্তার – barrackpore women doctor suspicious death and allegations against live in partner


মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু। এক সেনা চিকিৎসকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন তিনি। মৃতা চিকিৎসকের নাম প্রজ্ঞাদীপা হালদার। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতার মায়ের। মেয়ের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলেই দাবি তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর কমিশনারেট।

Crime News : পরপুরুষে মজে প্রেমিকা! সন্দেহের বশে হোটেলে ডেকে খুন প্রেমিকের
জানা গিয়েছ, ২০১৩ সালে বিয়ে হয় পেশায় চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের। বারাসত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে কর্মরতা ছিলেন তিনি। কিন্তু তাঁর প্রথম বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। এরপর ভারতীয় সেনার চিকিৎসক কৌশিক সর্বাধিকারীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর। যার জেরে ২০২০ সাল থেকে ব্যারাকপুরে ওই সেনা চিকিৎসকের সঙ্গেই থাকতেন তিনি।

National News : জামাইকে বুলেট বাইক দিতে অপারগ গরিব শ্বশুর, বদলা নিতে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যা!
মৃতা চিকিৎসকের মা ঝরনা হালদার জানাচ্ছে, ‘মেয়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল গত রবিবার। সোমবার সারাদিন ফোন করলেও মেয়েকে ফোনে পাওয়া যায়নি। অবশেষে মধ্যরাতে ফোন পান, মেয়ে সেনা হাসপাতালে রয়েছে। খবর পেয়ে পরিবার প্রতিবেশীদের নিয়ে ছুটে যান ব্যারাকপুরে। যদিও ততক্ষণে সব শেষ।’ ঘটনায় মেয়ের লিভ-ইন পার্টনারের বিরুদ্ধেই খুনের অভিযোগ তুলেছেন তিনি।

Honour Killing: পরিবারের সম্মান রক্ষায় খুন, যুগলের দেহ কুমির ভর্তি নদীতে ফেলল আততায়ীরা!
এই প্রসঙ্গে ঝরনা হালদার আরও জানাচ্ছেন, ‘পোস্ট মর্টেম হয়েছে যখন, তখনই দেখা গিয়েছে যে দেহে প্রচুর আঘাতের চিহ্ন ছিল। মাথায় দু’টো আঘাত ছিল। ওখানে তো ব্রিটিশ আমলের বাড়ি, ১১ ফুট উঁচু। সেখান থেকে বোধহয় ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়। আমি শুনেছি ও বসেছিল। যে ঘটনাটা ঘটেছে, তাকে খুন করা হয়েছে। প্রকৃত বিচার চাইছি, যাতে এই সমাজে প্রকৃত একটা শিক্ষা হয়।’ এক্ষেত্রে দোষীর কঠোর শাস্তির দাবিও জানাচ্ছেন ঝরনা হালদার।

Kerala Story: রিয়েল ‘কেরালা স্টোরি’, লাভ জিহাদের শিকার হয়ে ISIS জঙ্গি ক্যাম্পে নিখোঁজ মালয়লি তরুণী?
মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সেই সুইসাইড নোটের ছত্রে ছত্রে ফুটে উঠেছে অবসাদ। এছাড়া সামাজিক মাধ্যমেও যথেষ্টই সক্রিয় ছিলেন প্রজ্ঞাদীপা। সেখানেও রয়েছে অবসাদের বার্তা। এদিকে প্রজ্ঞাদীপার বাবাও খুবই অসুস্থ হয়ে বলে জানা গিয়েছে। সেই কারণে তাঁকে মেয়ের মৃত্যু সংবাদ জানান হয়নি।

Cooch Behar News: খুন করে ছেলে বললো, ‘মা’কে খুঁজতে যাচ্ছি’!

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। প্রজ্ঞাদীপাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে, নাকি খুন করা হয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখছেন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। এদিকে সূত্রের খবর, ঘটনার আকস্মিকতায় প্রজ্ঞাদীপার লিই-ইন পার্টনারও এখন মানসিকবাবে বিপর্যস্ত বলেই জানা যাচ্ছে। তাই তাঁকেও পুরোপুরি জিজ্ঞাসাবাদ করতে পারছে না পুলিশ। সেক্ষেত্রে তিনি মনসিকভাবে কিছুটা ধাতস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *