CV Anand Bose : ‘ভেবেছিলাম দায়িত্ব পালন করবেন…’, নির্বাচন কমিশনারকে অপসারণ জল্পনার মাঝেই বিস্ফোরক রাজ্যপাল – wb governor cv anand bose says panchayat election should be free and fair election23


বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। হলদিয়া রিফাইনারি গেটে গার্ড অফ অনার দেওয়া হয় রাজ্যপালকে। রিফাইনারি পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশন নিয়ে মুখ খোলার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

বুধবারই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং লেটার ফেরান রাজ্যপাল। ফলে পঞ্চায়েত ভোট নিয়ে বিভিন্ন মহলে অনিশ্চয়তা তৈরি হয়। এদিন সেই নিয়েও মুখ খুলেছে সিভি আনন্দ বোস। তিনি বলেন, ‘পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে এই আশা নিয়ে আমি রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছিলাম। আমি ভেবেছিলাম ভয়হীনভাবে মানুষ ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। কিন্তু নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা মানুষকে হতাশ করেছে।’

Mamata Banerjee Rajiva Sinha: ‘…এত সহজ নয়!’ রাজ্য নির্বাচন কমিশনার ‘অপসরণ’ বিতর্কে মুখ খুললেন মমতা
রাজ্যপাল আরও বলেন, ‘আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে মানুষ ভয়ের মধ্যে রয়েছেন। রাজ্যের সর্বত্র সন্ত্রাস রয়েছে এমনটা বলব না। তবে সন্ত্রাস অবশ্যই রয়েছে, এটা অস্বীকার করা যায় না। ভোটের সময় মানুষের জীবন সুরক্ষিত করা নির্বাচন কমিশনের কর্তব্য। কারণ কমিশনের হাতে অনেক বেশি ক্ষমতা রয়েছে। নির্বাচন কমিশনকে পক্ষপাতহীন হতে হবে। একবিন্দু রক্তপাত হলে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে।’

নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগ প্রসঙ্গে রাজ্যপাল বোস বলেন, ‘হ্যাঁ, রাজ্য মন্ত্রিসভার সুপারিশ মেনে আমি তাঁকে নিয়োগ করেছিলাম। আমার সবাই ভেবেছিলাম উনি দায়িত্ব পালন করবেন। কিন্তু চারদিকে যা চলছে সেটা সবাই দেখতে পাচ্ছে। মানুষের রক্তের বিনিময়ে রাজনৈতিক দর কষাকষি চলতে পারে না।’

CV Anand Bose : ভাঙড়ের পর ক্যানিং যাচ্ছেন বোস! যাবতীয় কর্মসূচি বাতিল রাজ্যপালের
পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, ‘অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া উচিত। বাংলার মাটি থেকে সমূলে সন্ত্রাসকে উপড়ে ফেলে দিতে হবে। এটা করা সম্ভব।’

Panchayat Election : রাজভবনে জরুরি তলব, রাজ্য নির্বাচন কমিশনারকে আলোচনার টেবিলে ডাক বোসের
অন্যদিকে পটনায় যাওয়ার পথে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনারের অপসারণ নিয়ে জল্পনার মধ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই নিয়ে আমার কাছে কোনও খবর নেই। তবে নির্বাচন কমিশনারকে সরিয়ে দেওয়া অত সহজ নয়। এটা খুবই জটিল প্রক্রিয়া। মন্ত্রিসভার অনুমোদনে তাঁকে নিয়োগ করা হয়েছে। সরাতে হলে আদালতের বিচারপতিদের মতো ইমপিচমেন্ট করে সরাতে হবে।’ উল্লেখ্য, অবিজেপি রাজনৈতিক দলগুলির বৈঠকে যোগ দিতে পটনা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের দিকেও নজর থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *