জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বায়ানকার্ডিকে (Bruna Biancardi) ইনস্টাগ্রামে খোলা চিঠি লিখেছেন নেইমার (Neymar Jr)। সেই চিঠিতে তিনি ক্ষমা চেয়েছেন ব্রুনার কাছে। কেন? কারণ ব্রুনা সন্তানসম্ভবা হলেও, নেইমারের সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফের্নান্দো কাম্পোসের (Fernanda Campos) প্রেমের গুঞ্জন চলছে। চলতি বছর ভ্যালেন্টাইন’স ডে-র দিন ফের্নান্দো কাম্পোসকে মেসেজ করেছিলেন। সেই মেসেজ পরে ফাঁস হয়ে যায়। সেই মেসেজে ব্রুনার চোখ পড়তেই জনসমক্ষে ক্ষমা চাইলেন ব্রাজিলের (Brazil) ‘পোস্টার বয়’।
ব্রাজিলিয়ান সাংবাদিক এরলান বাস্তোসের দাবি, ব্রুনার সঙ্গে সম্পর্ক নিয়ে একটি ‘চুক্তি’ আছে নেইমারের। পিএসজি তারকা চাইলে অন্য কারও সঙ্গে প্রেম করতে পারবেন। কিন্তু ব্রুনা এই দাবি অস্বীকার করে বাস্তোসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন।
ঘটনাটা অনেক দূর এগিয়ে যাওয়ার পর ইনস্টাগ্রামে খোলা চিঠি পোস্ট করেন নেইমার। প্রেমিকা ব্রুনার বিশ্বাসভঙ্গ করে তিনি যে ঠিক কাজ করেননি, সেটাই স্বীকার করেছেন চিঠিতে। লিখেছেন, ‘ব্রুনা, আমি এই বার্তা তোমার ও আমাদের সন্তানের জন্য করছি। একটা ব্যাপার নিয়ে জন সমাজে গুঞ্জন চলছে। এর প্রয়োজন ছিল না। তাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তোমাকে আমার জীবনে প্রয়োজন। আমি জানি, এই সব ঘটনায় তুমি শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছো। আমি জানি তুমি শুধু আমার পাশে থাকতে চাও। আমিও তোমার পাশে আছি। আমি ভুল করেছি। তোমার সঙ্গে ঠিক কাজটা করিনি।’
নেইমারের চিঠির এই প্রথম অংশটুকু পড়ে আন্দাজ করে নেওয়া যায় এরলান বাস্তোসের দাবি সম্ভবত ঠিক হলেও হতে পারে। চিঠির বাকি অংশে নেইমার আরও লিখেছেন, ‘বলতে ভয় নেই, আমি প্রতিদিনই ভুল করি। সেটা মাঠ ও মাঠের বাইরে। কিন্তু ব্যক্তিগত জীবনের ভুলগুলো আমি ঘরে বসে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ঠিক করি। আর এই সবকিছুই আমার জীবনে অন্যতম বিশেষ মানুষটির জন্য। তুমি আমার স্বপ্নের নারী, আমার সন্তানের মা। বিষয়টি তোমার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে, যা এখন আমার পরিবারও।’
ফের্নান্দো কাম্পোসের সঙ্গে নেইমারের প্রেমের গুঞ্জন চলছে। সেইজন্য ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেটা বোঝেন নেইমার। আর তাই সেই জন্যও ক্ষমা চেয়েছেন। আবার লিখেছেন, ‘ব্রুনা, নিজের ভুলের জন্য আমি আগেই ক্ষমা চেয়েছি। অকারণে যে গুঞ্জন চলছে সে দিকে কান দিও না। কিন্তু আমি সবার সামনেই স্বীকার করছি, ব্যক্তিগত কোনও বিষয় যখন সামনে চলে আসে, তখন সেই বিষয়ে সবার সামনেই ক্ষমা চাওয়া উচিত। তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। অবশ্যই সন্তানের প্রতি আমাদের ভালোবাসা এবং যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, তাতে সফল হতে পারব। একে অপরের প্রতি ভালোবাসাই আমাদের আরও শক্তিশালী করবে।’
নেইমারের বাবা নেইমার স্যান্টোস সিনিয়র তাঁর ছেলের এই পোস্টে মন্তব্য করেছেন। সিনিয়রের মন্তব্যটা অবশ্য বেশ দার্শনিকসুলভ। তিনি লিখেছেন, ‘ভুল থেকেই আমরা শিখি। তোমাদের দু’জনের জন্য অনেক ভালোবাসা।’
২০২০ সালে নিউ ইয়ার পার্টিতে দেখা হয়েছিল এই নেইমার-ব্রুনার। ২০২১ সালে প্রথমবার ডেট করেন তাঁরা। পরে ২০২২ সালের জানুয়ারিতে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তবে সেই বছরের আগস্টেই বিচ্ছেদও হয়ে যায় নেইমার-ব্রনার। ২০২৩ সালে ফের তাঁরা কাছাকাছি চলে আসেন। এহেন ব্রুনা এখন গর্ভবতী। নেইমারের সন্তানের মা হতে চলেছেন তিনি। এমন প্রেক্ষাপটে ব্রাজিলের ‘পোস্টার বয়’-এর কীর্তি সামনে চলে এল। আর তাই প্রকাশ্যে ক্ষমা চাইলেন এই তারকা স্ট্রাইকার।