জানা গিয়েছে, বিবেকানন্দ ২ নং অঞ্চলের অন্তর্গত ১২/১৪৫ নম্বর বুথে প্রার্থী হিসেবে কানন দে’র নাম প্রকাশ করা হয়। সেই ঘটনায় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখায় এক গোষ্ঠী। সেই ঘটনাকে কেন্দ্র করেই পরিস্থিতি অশান্ত হয়। শনিবার সাত সকালে শাসক দলের ওই বুথে নির্বাচিত প্রার্থীর ফ্লেক্স ও পতাকা রাস্তায় ও ড্রেনে পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা।
প্রাথমিক ভাবে অনুমান গতকাল মধ্যরাতে কেউ বা কারা এই ফ্লেক্স ও পতাকাগুলি ছিঁড়ে ফেলে দিয়ে যায়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন প্রার্থী কানন দে সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। কানন দে বলেন, “আমাকে দল প্রার্থী করেছে, নিজের ইচ্ছেতে প্রার্থী হইনি। ভেবেছিলাম এলাকায় শান্তি বজায় রেখেই ভোট পরিচালনা হবে।
কিন্তু এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে , এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে। যে বা যারা রাতের অন্ধকারে এই কাজ করছে, কাজটা ভালো করেনি”। অন্যদিকে একই রাতে এলাকায় CPIM এর দলীয় পতাকা ও ফ্লেক্স ছিঁড়ে ফেলারও অভিযোগ ওঠে।
জানা গিয়েছে, এদিন CPIM-এর পক্ষ থেকেও এলাকায় দলীয় প্রার্থীর ফ্লেক্স ও পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ করেন এলাকার দলীয় বুথ সম্পাদক তিলক রায়। তিনি বলেন, “আজ সকালে খবর পেয়ে এলাকায় ঘুরে দেখলাম। রাতের অন্ধকারে আমাদের দলের বেশিরভাগ জায়গার ফ্লেক্স ও পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে।
কে বা কারা ছিঁড়েছে জানি না। তবে যারা নিজেদের হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই এই কাজ করেছেন। এই ঘটনায় আমাদের বরং ভালো হল। মানুষ সব বুঝে গিয়েছেন। এতে আমাদের প্রচার করতে আরও ভালো হবে”।
যদিও স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, “আমাদের এই এলাকা রাজনৈতিকভাবে অনেক শান্ত। অশান্তি নেই এখানে। কিন্তু ভোটের আগে এলাকাকে অশান্ত করতে কোনও একটি চক্র সক্রিয় হয়েছে। পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি”।