Train Accident In West Bengal: ‘ঘুমিয়ে পড়েছিলেন ট্রেনের চালক’, কী কারণে বাঁকুড়ায় লাইনচ্যুত ১২ বগি? সামনে এল কারণ – why two goods train collide in bankura onda drm explains the reason


রবিবার সাতসকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাঁকুড়ার ওন্দাতে। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে পেছন থেকে ধাক্কা গিয়েছিল অপর একটি মালগাড়ি। দুটি ট্রেনের মোট ১৩টি বগি লাইনচ্যুত হয়েছিল। সকালেই ঘটনাস্থলে যান আদ্রা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM)মণীশ কুমার। ঠিক কী কারণে এই দুর্ঘটনা? তা খতিয়ে দেখেন তিনি।

কেন এই দুর্ঘটনা?
এই সম্পর্কে বিস্তারিত আপডেট দিয়েছেন মণীশ কুমার। তিনি বলেন, “সম্ভবত মালগাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই তিনি হোম সিগন্যাল দেখতে পাননি এবং ট্রেনটি লুপ লাইনে চলে দিয়েছিল।” তিনি আরও স্পষ্ট করেন, “সিগন্যাল লাল ছিল। তা সত্ত্বেও নজর এড়িয়ে লুপ লাইনে চলে যায় ট্রেনটি।”

Train Accident : বাঁকা রেললাইন! ইলেকট্রিক শক খেলেন লোকো পাইলট, বড় দুর্ঘটনা থেকে কোনওমতে বাঁচল নীলাচল এক্সপ্রেস
উল্লেখ্য, ওন্দা স্টেশনে লুপ লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। সেই সময় বাঁকুড়া থেকে বিষ্ণুপুরমুখী একটি মালগাড়ি সেই লাইনে ঢুকে পড়ে এবং দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে ধাক্কা দেয়। চলন্ত মালগাড়ির গতিবেগ বেশি থাকার জন্য ইঞ্জিন অপর মালগাড়ির উপর উঠে যায়। একাধিক বগি দুমড়ে মুচড়ে গিয়েছিল।

কী ভাবে লুপ লাইনে ঢুকল চলন্ত মালগাড়িটি? তা নিয়ে উঠছিল প্রশ্ন। সিগন্যালে কোনও ত্রুটি ছিল কী না সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছিল। এবার এই বিষয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন আদ্রা ডিভিশনের DRM।

Kharagpur Train Accident: খড়গপুরের কাছে ফের রেল দুর্ঘটনা, চাকা ভেঙে বেলাইন মালগাড়ি
তিনি আরও জানান, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এক লোকো পাইলট সামান্য আহত হয়েছেন। আপ লাইনে ট্রেন পরিষেবা দ্রুত স্বাভাবিক হবে এবং ডাউন লাইনও দ্রুত পরিষ্কার করার কাজ চলছে। ক্রেনও নিয়ে আসা হয়েছে। দুই লাইনেই দ্রুত ট্রেন চলাচল করবে।

এদিকে এই দুর্ঘটনায় বাতিল হয়েছে একাধিক ট্রেন। এই তালিকায় রয়েছে পুরুলিয়া হাওড়া সুপার ফাস্ট, আদ্রা হাওড়া ফাস্ট প্যসেঞ্জার ট্রেন। অন্যদিকে, আপ লাইন দিয়ে গিয়েছে হাওড়া চক্রধরপুর ট্রেন। ডাউন লাইনে যাতে দ্রুত ট্রেন চলাচল শুরু হয় সেই জন্য যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে কাজও।

How Coromandel Express Got Derailed: করমণ্ডল বিপর্যয়ে CBI-এর স্ক্যানার রেলের জুনিয়র ইঞ্জিনিয়র, কী গুরুত্বদায়িত্ব ছিল তাঁর?
উল্লেখ্য, কিছুদিন আগেই ওডিশার বালেশ্বরের বাহানাগা বাজারের সামনে সন্ধ্যা ৭টা নাগাদ লাইনচ্যুত হয়ে গিয়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৭৫ জনের বেশি যাত্রী। আহতও হয়েছিলেন প্রায় ১০০০ জন। ঠিক কী কারণে এই দুর্ঘটনা? তা নিয়ে উঠছিল একাধিক প্রশ্ন। একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি এই ঘটনার তদন্তভার গিয়েছে CBI-এর হাতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *