Kolkata Traffic Update : সপ্তাহের শুরুর দিনেই কলকাতার ট্রাফিক আপডেট কী? জেনে নিন বিস্তারিত


Traffic Update Today : সপ্তাহের শুরুর দিনেই সকাল থেকে আকাশের মুখ ভার। ঝিরঝিরে বৃষ্টির মাঝেই স্কুল-অফিস যাত্রীরা কোন রাস্তা এড়িয়ে যাবেন? শহরের ট্রাফিকের হালচাল কেমন রয়েছে কর্মদিবসের প্রথম দিনে? সকালেই দেখে নেওয়া যায় ট্রাফিক আপডেট। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সপ্তাহের শুরুর দিনে শহরের বুকে সেরকম বড় কোনও মিটিং, মিছিল নেই। স্বভাবতই, সারা দিনের মধ্যে রাজনৈতিক সমাবেশের জন্য বড় কোনও যানজট বা ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয় নেই। সেদিক থেকে বড় কোনও ট্রাফিক সমস্যা হওয়ার সম্ভাবনা কম।

Kolkata Rain : সপ্তাহের শুরুতেই ঝেঁপে বৃষ্টি, কলকাতার আবহাওয়ায় &amp#39;বড়&amp#39; বদল! কী জানাল হাওয়া অফিস?
তবে লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে জানানো হয়েছে, সোমবার বেলা তিনটে নাগাদ ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে একটি মিছিল রয়েছে। মিছিলটি যাবে কলেজ স্কোয়ার পর্যন্ত। মিছিলটি ধর্মতলা থেকে লেনিন সরণি, নির্মল চন্দ্র স্ট্রিট ধরে যাবে। মিছিলটিতে সাত থেকে আটশো লোক সমাগম হওয়ার কথা রয়েছে। স্বভাবতই, দুপুর তিনটের পর থেকে ধর্মতলা লেনিন সরণি চত্বরে ট্রাফিকের চাপ কিছুটা থাকবে।

Kolkata Municipal Corporation : নিজের সম্পত্তির পুনর্মূল্যায়ন এবার করবে কলকাতা পুরসভা
তবে সারাদিন শহর জুড়ে আর কোথাও কোনও মিটিং -মিছিলের কোনও সূচি নেই। সকাল এগারোটা নাগাদ জি জে খান রোড, তপসিয়া এলাকায় একটি ছোট মিছিল রয়েছে। সারাদিন ব্যাপী ট্রাফিক চলাচল স্বাভাবিক রাখার ব্যাবস্থা করা হবে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে। যান চলাচল যাতে স্বাভাবিক থাকে সে ব্যাপারে নজর রাখছে ট্রাফিক কন্ট্রোল রুম।

Maa Flyover : মা ফ্লাইওভারের যানজট কাটাতে নয়া উদ্যোগ ট্রাফিক পুলিশের, তৈরি হচ্ছে গ্রিন করিডর
প্রসঙ্গত, সপ্তাহের শুরুর দিনেই কর্মব্যস্ততা সকাল থেকেই শুরু। গরমের ছুটি পেরিয়ে রাজ্যের একাধিক স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে। তবে এদিন বৃষ্টির কারণে কিছুটা অস্বস্তির মধ্যে পড়তে হতে পারে নিত্য যাত্রীদের। দক্ষিণ বঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন দিনভর একই রকমের পরিবেশ বজায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দিনভর।

Weather LIVE: আয় বৃষ্টি ঝেঁপে… কবে থেকে মন খুলে দক্ষিণবঙ্গে পা রাখবে বর্ষা?

দুই ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় এদিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ফলত তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। অফিস বা স্কুল যাত্রীদের সঙ্গে করে ছাতা, রেইন কোট রাখতেই হবে। তবে সারাদিন শহরের মিটিং, মিছিলের কর্মসূচি খুব একটা না থাকায় যান চলাচল নিয়ে খুব একটা চিন্তায় থাকতে হচ্ছে না শহরবাসীকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *