Satabdi Roy : ‘বেইমানদের বের করতে ২ মিনিট লাগবে!’ গোঁজ প্রার্থীর প্রসঙ্গ তুলে হুঁশিয়ারি শতাব্দীর – satabdi roy attacks bjp about independent candidates election23


Panchayat Election 2023 : চিনপাইয়ের জনসভা থেকে গোঁজ প্রার্থীর প্রসঙ্গ তুলে এবার দলের নেতা কর্মীদেরই হুঁশিয়ারি দিয়ে বসলেন তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায়। এদিন তিনি বলেন, “দলে থেকে দলকে হারানোর জন্য গোঁজ প্রার্থীদের যারা উৎসাহ দিচ্ছেন, দলের সঙ্গে বেইমানি করছেন, তাঁদের খুঁজে বের করতেও দু’মিনিট লাগবে, আর শাস্তি দিতেও দু’মিনিট সময় লাগবে”। পাশাপাশি তিনি এও বলেন, “গোঁজ প্রার্থী হওয়ার জন্য কারা মদত দিচ্ছেন তাঁদের নামও প্রতিদিন সকালে আইবি রিপোর্ট ও পুলিশ রিপোর্টের মাধ্যমে পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে”।

Panchayat Election 2023 : হাজারখানেক গোঁজে দুশ্চিন্তা বাড়ছে বঙ্গ বিজেপির ঘরেও
আর এরপর স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। তাহলে বিরোধীদের তোলা অভিযোগ যে, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে, সেই কথাতেই কি শিলমোহর দিলেন শতাব্দী রায়? এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বীরভূম জেলা জুড়ে। প্রসঙ্গত এই মুহূর্তে তৃণমূলের গোঁজ প্রার্থী নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বীরভূম জেলাতেও ইতিমধ্যে এই গোঁজ প্রার্থী হওয়ার কারনে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে ৩০ জনকে। তারই মধ্যে এবার গোঁজ প্রার্থীদের উৎসাহ দেওয়ার কারণে তৃণমূলের নেতা কর্মীদের হুঁশিয়ারি দিলেন শতাব্দী রায়।

Abhishek Banerjee : মতুয়া বলয়ে কাল অভিষেক, গোঁজ প্রার্থীদের শাস্তি জারি
এদিন তিনি বলেন, “যারা দলে থেকে কিছু লোককে মদত দেন নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর জন্য, আপনারা ভাববেন না যে যারা সামনে নির্দল হয়ে দাঁড়াচ্ছে শুধু তাঁদের নাম আসছে। তাঁদের পিছনে কারা মদত দিচ্ছেন তাঁদের নামও আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব সহজ ভাবে সকাল বেলায় আইবি রিপোর্ট, পুলিশ রিপোর্ট পৌঁছয়।

West Bengal Election 2023 : নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা ছেলে, মনোনয়ন পত্র প্রত্যাহার সেই তৃণমূল নেতার
কে কাকে মদত দিচ্ছেন, কে গোঁজ প্রার্থী গুঁজে দিয়ে দলকে হারানোর চেষ্টা করছেন, সব। সুতরাং আজকে আপনি ভাবছেন। তবে এখন দেখুন দুনিয়াটা তো ছোট হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি আমেরিকায় কাউকে যদি বলি ‘কেমন আছো’, সঙ্গে সঙ্গে উত্তর আসবে ‘ভালো আছি’। এত ছোট দুনিয়া। বাড়িতে বসেও আপনি যদি কাউকে মদত দেন, যদি কাউকে বলেন তুই লড়ে যা, লড়ে যা, লড়ে যা। আমি আছি দলকে হারা। সেই খবর কিন্তু পৌঁছতে দু’মিনিট লাগবে। তাঁদের শাস্তি দিতেও ২ মিনিট লাগবে।

WB Panchayat Election : নির্দলদের দলে ঠাঁই নেই, অনুব্রত গড়েও ৩০ জনকে বহিষ্কার করল তৃণমূল
তাই বলব দলের সঙ্গে থেকে দলের বিরুদ্ধে বেইমানি করবেন না”। আর শতাব্দীর এই মন্তব্য নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। তাঁদের কথাই যে এবার মান্যতা পেল, সেই দাবিই করছেন বিরোধী দলের সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *