ভাঙড় লাগোয়া কলকাতা পুলিশের এই কেএলসি থানার কিছুটা এলাকা পঞ্চায়েতের মধ্যে পড়ে। ফলে ওই এলাকাগুলিতে কলকাতা পুলিশের তরফে ভোটের সময়ে বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, কেএলসি থানার অধীনে বামনঘাটা-সহ যে তিনটি এলাকা পঞ্চায়েতে রয়েছে, সেখানে মোট ৬৯টি বুথ।
ভোটের আগে থানার পুলিশকর্মীদের সঙ্গে সিপি দেখা করে এলাকায় কী পরিস্থিতি রয়েছে, সে বিষয়ে খোঁজখবর করেন। এর পাশাপাশি উল্টোডাঙা, টালা, কাশীপুর-সহ বেশ কয়েকটি থানাতেও সারপ্রাইজ ভিজিট করেন নগরপাল। পুলিশ সূত্রে খবর, অপরাধ সংক্রান্ত বিষয়ে খোঁজখবর করেছেন সিপি। এর পাশাপাশি নাগরিকরা পরিষেবা পাচ্ছেন কিনা, সে বিষয়েও তিনি জানতে চান। ভোটের সময়ে দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা লাগোয়া কলকাতা পুলিশ এলাকাতেও বাড়তি নজরদারির বিষয়ে গুরুত্ব দিচ্ছে লালবাজার। সেই সঙ্গে চলছে ধরপাকড়ও।