Cyber Crime : পার্ট টাইম সাইবার ক্রাইম! গ্রেফতার ফুড ডেলিভারি বয় – although he is involved in food delivery also involved in cyber fraud police arrested an youth


এই সময়: পেশা অনলাইন ফুড ডেলিভারি হলেও পার্ট টাইমে তিনিই জড়িত সাইবার প্রতারণায়! একটি অনলাইন জালিয়াতির মামলার তদন্তে নেমে এমনটাই উঠে এল। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাপ কাজ না করায় গুজরাটের এক শিক্ষক ইন্টারনেটে সার্চ করে ওই ব্যাঙ্কের কাস্টমার কেয়ারের নম্বর খুঁজে বের করেন। এর পর সেই নম্বরে ফোন করেন ওই শিক্ষক। ফোনের ওপারে থাকা ব্যক্তির পরামর্শ মেনে চলতে গিয়ে কিছুক্ষণ পর তিনি দেখেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব ২ লক্ষ টাকা! গুজরাট পুলিশের সাইবার ক্রাইম শাখায় যোগাযোগ করেন প্রতারিত ব্যক্তি।

Cyber Crime : সাইবার প্রতারণার শিকার? এক ফোনে মুশকিল আসান করবে পুলিশ, জানুন Helpline Number
তদন্তকারী দলের বুঝতে দেরি হয়নি, রিমোট অ্যাপের মাধ্যমে ওই শিক্ষকের মোবাইলের দখল নিয়েছিল প্রতারকেরা। এর পর মোবাইলে থাকা তথ্য হাতিয়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকেই ২ লক্ষ টাকা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেওয়া হয়। তদন্তে জানা যায়, কলকাতার এক ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। গুজরাটের সাইবার ক্রাইম শাখার পুলিশ একটি বিশেষ দল গঠন করে রওনা দেন কলকাতায়। রবিবার লেক থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিপিন রায় নামে ওই যুবককে। জিজ্ঞাসাবাদের সময়ে তদন্তকারীরা জানতে পারেন, ওই যুবক পেশায় ফুড ডেলিভারি বয়। কাজের ফাঁকে তিনি সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত। পুলিশ মনে করছে, তিনি একা নন, চক্রে থাকতে পারে আরও অনেকেই।

Lottery : লটারির নাম করে আর্থিক তছরুপের অভিযোগ! গ্রেফতার মূল মাথা
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই যুবকের অ্যাকাউন্ট ব্যবহার করেছে আসল মাথারা। ওই যুবকের সম্ভবত টাকার প্রয়োজন ছিল। তাই টাকার বিনিময়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভাড়া নিয়েছিল মূল প্রতারকরা। গ্রাহকের অ্যাকাউন্ট থেকে যে টাকা হাতানো হতো, তার উপর কমিশন পেতেন ওই যুবক। কলকাতা পুলিশের তথ্য থেকে আরও জানা গিয়েছে, ওই যুবক আগেও গ্রেপ্তার হয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *