Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোটের আবহে BJP-র পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা কালিয়াচকে – bjp party office has been vandalized in kaliachak ahead of panchayat election23


Malda News : পঞ্চায়েত ভোটের ২ দিন আগেও হিংসা থামার নাম নেই। এখনও বিরোধীদের বাড়িতে হামলা, পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ সামনে আসছে বিভিন্ন জেলা থেকে। এই ধরনেরই এক অভিযোগ পাওয়া গেল মালদা জেলা থেকে। কালিয়াচক তিন নম্বর ব্লকের বীরনগর টু গ্রাম পঞ্চায়েতের ১৬ মাইলে BJP-র অস্থায়ী পার্টি অফিস ভাঙচুর করল দুষ্কৃতীরা, এমনই অভিযোগ উঠেছে। ঘটনার অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

BJP-র গ্রাম পঞ্চায়েত প্রার্থী জগাই ঘোষ অভিযোগ করে বলেন, ‘গতকাল বুধবার তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা তাদের পায়ের তলায় মাটি নেই দেখে গভীর রাতে আমাদের পার্টি অফিস ভাঙচুর করার চেষ্টা করে। পাশাপাশি প্রার্থীদের নামের ফ্লেক্স ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয় এবং অস্থায়ী পার্টি অফিসের প্যান্ডেলের কাপড় গুলিকে হাসুয়া দিয়ে কোপানো হয়।’

Panchayat Election 2023 : রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন! ডোমজুড়ে শুরু শাসক বিরোধী তরজা
তাঁর আরও অভিযোগ, ‘তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা নানাভাবে BJP কর্মী এবং সাধারণ ভোটারদের ভয় ভীতি প্রদর্শন করছে এবং প্রভাবিত করছে।’ এই বিষয়ে BJP-র দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি তারক ঘোষ অভিযোগ করে বলেন, ‘শুধুমাত্র এই বীরনগর এলাকা নয়, বৈষ্ণবনগর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় একইভাবে দলীয় প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। ভোটের প্রচার করতে যেতে দেওয়া হচ্ছে না, ভোটারদের ভয় দেখানো হচ্ছে এবং প্রভাবিত করা হচ্ছে। তৃণমূল বুঝে গিয়েছে তাদের পায়ের তলায় মাটি নেই। তাই তারা হিংসার আশ্রয় নিচ্ছে।’

West Bengal Election 2023 : রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর-বোমাবাজি! ফের উত্তপ্ত ময়না
এদিকে, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এগুলো আমাদের দলের নামে মিথ্যে কথা রটানো হচ্ছে। এসব ঘটনা তৃণমূল কর্মীরা ঘটান না। এগুলি BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এই এলাকায় শুধু নয়, মালদা জেলার অনেক জায়গাতেই BJP-র প্রচুর গোষ্ঠী রয়েছে। সেই কারণে এসব ঘটনা ঘটছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই দিনহাটার বুড়িরহাটে তৃণমূল BJP-র অশান্তির জেরে ভেঙে দেওয়া হয় BJP-র একটি পার্টি অফিস। তার কিছুদিনের মধ্যেই সাহেবগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় BJP-র পার্টি অফিস ও কর্মীদের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

West Bengal Election 2023 : প্রচার সেরে ফিরতেই আক্রান্ত BJP প্রার্থী! অভিযোগের তির তৃণমূলের দিকে
যদিও ওই ঘটনার জেরে গ্রেফতার করা হয়নি কাউকে। আর দিকে দিকে এমন অভিযোগ ওঠায় এবার ক্ষিপ্ত হয়ে উঠেছেন BJP-র রাজ্য নেতৃত্ব, এমনটাই জানা গিয়েছে। এই বিষয়ে বড় আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *