পঞ্চায়েতের ভোটের শুরু থেকেই সন্ত্রাস অব্যাহত। সংঘর্ষ, বোমাবাজি, ছাপ্পা ভোটে ছয়লাপ রাজ্যর প্রায় প্রতিটা জেলা। রাজ্য নির্বাচন কমিশন জানায় প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ২২.৬০ শতাংশ। হিংসার যে ছবি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে দেখা যাচ্ছে তা নতুন নয়। এই ভোটকে ঘিরেই রাজ্যের একদিকে রক্তবন্যা, বোমা, সংঘর্ষ, মারামারি-কাটাকাটি চলছে।
Updated By: Jul 8, 2023, 02:26 PM IST