অগ্নিগর্ভ কোচবিহারে ভোটের বলি ২! কেন্দ্রীয় বাহিনীকে ‘মিসগাইড’ করায় এই পরিণতি, দাবি নিশীথের


কেন্দ্রীয় বাহিনীকে ‘মিসগাইড’ করা হয়েছে। সেই কারণে শুধু কোচবিহার নয়, গোটা রাজ্যে অশান্তি ছড়িয়েছে। বাংলার গনতন্ত্র আজ ভূলুণ্ঠিত। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এসে এমনটাই জানালেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।

WB Panchayat Vote 2023 Live : যতকাণ্ড কোচবিহারে! BJP এজেন্টকে হত্যা-ব্যালটে জল, বোমাবাজিকে ঘিরে তুমুল অশান্তি
শনিবার সকাল থেকেই কোচবিহার জেলা জুড়ে অশান্তির চিত্র লক্ষ্য করা যায়। কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারিতে BJP-র পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। কোচবিহারের খাটামারিতে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। দিনহাটায় ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়ার অভিযোগ হয়। দিনহাটার ভাংনী পার্ট ওয়ান গ্রামে গুলিতে মৃত্যু হল চিরঞ্জীব কার্যী নামে যুবকের। এদিন সকালে ভোট দিতে এসেছিল সেসময় গুলি চালানো হয়। প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ও পরবর্তীতে কোচবিহারের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়

Cooch Behar Panchayat Nirbachan : ভোটের কয়েক ঘণ্টা আগেও হিংসা দিনহাটায়, গুলি-বোমায় আহত ৪ BJP কর্মী
একের পর এক অরাজগতার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ‘সেন্ট্রাল ফোর্সকে শুধু পেট্রলিং পার্টি বানিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালানো হয়েছে। বাংলায় গণতন্ত্র সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। তৃণমূলের এজেন্ট নির্বাচন কমিশন বাংলার মানুষের যতটুকু অধিকার ছিল, সেটাও কেড়ে নিয়েছে।’
এদিন ভেটাগুড়ি হাইস্কুলে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে নিশীথ প্রামাণিক ভোটাধিকার প্রয়োগ করতে আসেন। তাঁকে বুথে কেন্দ্রীয় গার্ড নিয়ে ঢুকতে যাওয়ার সময় পুলিশের বাধার সম্মুখীন হতে হয়। যদিও পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছাড়াই ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকেন।

Panchayat Election Helpline Number : ভোটের শুরুতেই অশান্তি-রক্তপাত, কোন নম্বরে ফোন করে জানানো যাবে অভিযোগ? জানুন
এদিন, মাথাভাঙ্গা ১ ব্লকের বেলতাপারা ২১২ নং বুথে তৃণমূল কর্মীকে গুলি চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আহত তৃণমূল কর্মী মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হন। অন্যদিকে, দিনহাটা ভাগ্নি পার্ট-১ এলাকায় গুলিবিদ্ধ হল দুই বিজেপি কর্মী। এদের মধ্যে একজন হলেন রাধিকা বর্মন অপরজন চিরঞ্জীত কাজী। অভিযোগ, ভোট চলাচলকালীন তৃণমূলবাহিনি এই গুলি চালালে দুজন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়।

LIVE: বঙ্গে ভোটযুদ্ধ, পঞ্চায়েত নির্বাচনের সকালে এক নজরে বঙ্গের পরিস্থিতি

বিজেপির জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন, ‘নাজিরহাট,ভাগ্নি পার্ট-১ সহ বিভিন্ন এলাকায় তাদের কর্মীরা গুলিবিদ্ধ হচ্ছেন।এদিন তাদের ভাগ্নি পার্ট ১ এর দুজন বিজেপি কর্মী রাধিকা বর্মন ও চিরঞ্জিত কার্জী গুলিবিদ্ধ হয়।’ দুজনকেই দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে চিরঞ্জিতের মৃত্যু হয়।
শনিবার সকালেই তুফানগঞ্জ এলাকার ২নম্বর ব্লকের শালবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের বজরাপুর ৯/১৪৪ নং বুথে অশান্তির সৃষ্টি হয়। ঘটনায় গুরুতর আহত হন দুই জন বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীদের নাম হল সুকদেব বর্মন ও চুটুম অধিকারী। আহতদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে গোটা দিন জুড়ে কোচবিহারের নানা প্রান্তে অশান্তির আবহের মাঝেই সম্পন্ন হয় পঞ্চায়েত নির্বাচন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *