WB Panchayet Election Result: গণনার দিন সকাল থেকেই জেলায় জেলায় অশান্তি, CPIM প্রার্থীকে অপহরণের অভিযোগ


Election Results 2023: ৮ তারিখ পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যজুড়ে সাামনে এসেছিল অশান্তির ছবি। গণনা শান্তিপূর্ণভাবে করাই এখন রাজ্য নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু, সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ছবি বিভিন্ন জেলাজুড়ে।

অশান্তির টুকরো ছবি…

CPIM প্রার্থীকে ‘অপহরণ’
এদিন ভোট গণনা শুরু হওয়ার আগেই উত্তর ২৪ পরগনায় CPIM প্রার্থীকে অপহরণ করার অভিযোগ উঠল। জানা গিয়েছে, চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথে বাম প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। গণনাকেন্দ্রের সামনে থেকে তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Bengal Panchayat Election Result Live: ৮টা থেকে শুরু গণনা, কড়া নিরাপত্তায় মোড়া গণনাকেন্দ্র
উল্লেখ্য, ভোটের দিনই তপ্ত হয়ে উঠেছিল চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর গ্রাম। অভিযোগ, মঙ্গলবার গণনার দিন ৫৭ নম্বর বুথের CPIM প্রার্থী কুতুবউদ্দিনকে গণনাকেন্দ্রে যাওয়ার সময় অপহরণ করা হয়। অভিযোগ জানানো হয়েছে থানায়। এখনও পর্যন্ত তৃণমূলের তরফে এই ঘটনার প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।

কাশীপুরে বোমা উদ্ধার
গণনার আগের দিন রাত্রে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের কাশীপুর থানার পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের টোনা এলাকায় একটি শৌচালয়ের ছাদে বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ। বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। তদন্তে কাশীপুর থানার পুলিশ। এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে স্থানীয় তৃণমূল-BJP নেতৃত্ব।

Post Poll Violence in West Bengal : TMC-CPIM সংঘর্ষে তুমুল উত্তেজনা-বোমাবাজি আমডাঙায়, আহত একাধিক
পূর্বস্থলীতে অব্যবস্থার ছবি…
পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পাটুলিতে চূড়ান্ত অব্যবস্থার ছবি ধরা পড়ল মঙ্গলবার। গণনাকেন্দ্রে কাউন্টিং অফিসারদের রিপোর্টিং টাইম ছিল সাড়ে ছটা। কিন্তু, সকাল সাড়ে সাতটা নাগাদও তাঁদের প্রবেশ করতে দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ।

টিফিন নিয়ে ঝামেলা…
গণনার দিন টিফিন নিয়ে ঝামেলা শুরু হয় দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে। টিফিন নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাঁধে কাউন্টিং এজেন্টদের।

Rajiva Sinha : নির্বাচনে ঠিক কতজনের মৃত্যু হয়েছে? যা বললেন রাজীব সিনহা…
তপ্ত ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজ…
ভোট গণনা শুরু হতেই তপ্ত হয়ে ওঠে ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজ। বিরোধীদের কাউন্টিং হলে ঢুকতে না দেওয়ার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বিরোধীরা। বিরোধী অভিযোগ, ফকিরচাঁদ কলেজ কাউন্টিং সেন্টারে ঢোকার মুখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করছে। উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও।

তপ্ত বীরভূম…
ভোটের সকালেই উত্তপ্ত বীরভূম। নানুরে গণনাকেন্দ্রে CPIM কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে কীর্ণাহার বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায় বামেদের। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *