Alipurduar Panchayat Result: ফিকে একুশের উত্তুরে হাওয়া! পঞ্চায়েতে আলিপুরদুয়ারে জোর ফিরেছে তৃণমূলের, ১ ভোটে হার BJP জেলা সভাপতির – alipurduar panchayat election result 2023 tmc is regaining power in alipurduar after lok sabha and assembly election here is the detail report of election23


মনোনয়ন থেকে নির্বাচন সন্ত্রাসের জেরে রক্তাক্ত তেইশের পঞ্চায়েতে। গণনার দিনও সেই ধারাই রইল বজায়। জেলায় জেলায় দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তির সাক্ষী হল বাংলা। মঙ্গলবার সকাল আটটা থেকে ব্যালট গোণা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে স্পষ্ট ফের বাংলার সিংহভাগেই ফুটতে চলেছে জোড়াফুল। এমনকী উল্লেখযোগ্যভাবে ১৯ ও ২১-এ বিজেপির আধিপত্যের জায়গায় ফের হাওয়া বদলের ইঙ্গিত।

একুশের উত্তুরে হাওয়া

২০১৯-এর লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে খানিক মুঠি আলগা হয়েছিল তৃণমূলের। এদিন পঞ্চায়েতের গণনা শুরু হতে বোঝা গেল হৃত জমি ফের পুনরুদ্ধারের পথে এগোচ্ছে জোড়াফুল শিবির। আলিপুরদুয়ারে সকাল থেকেই হাওয়া তৃণমূলের তরফে। ২০২১ সালের বিধানসভা ভোটে আলিপুরদুয়ারে খাতাই খুলতে পারেনি তৃণমূল। সবকটি আসনেই ফুটেছিল পদ্ম।

Nandigram Panchayat Election Result: সুফিয়ান পারেননি, পারলেন না কুণালও! নন্দীগ্রামে শুভেন্দুর স্কোর ২-০

উত্তরে এমনভাবে ব্রাত্য হওয়ার বিষয়টি এতটাই তাড়া করেছিল শাসকদলকে যে তার পরের দু বছরের তৃণমূলের সেকেন্ড-ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার গিয়েছেন উত্তরবঙ্গে। চা সুন্দরী থেকে বন্ধ চা বাগান সহ একাধিক সমস্যার সমাধান করে দিয়েছেন পাশে থাকার বার্তা। সেই লাগাতার প্রচেষ্টাতেই খেলা ঘুরেছে আলিপুরদুয়ারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Nadia Panchayat Election Result: কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত তেহট্টের বিধায়ক, লাঠির ঘায়ে পায়ে চোট তাপস সাহার

গ্রাম পঞ্চায়েতের ফল

শেষ পাওয়া খবর অনুযায়ী, আলিপুরদুয়ার জেলায় মোট গ্রাম পঞ্চায়েত ৬৪ টি। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দখলে ৫০ টি। বিজেপির দখলে ৫ টি আসন। বাকি ৬ টি তে এখনও চলছে গণনা।

উল্লেখ্য, আলিপুরদুয়ারের গ্রাম পঞ্চায়েতের পরাজিত খোদ বিজেপি জেলা সভাপতি ভূষণ মোদক। তিনি ময়রাডাংগা গ্রাম পঞ্চায়েতের ১৩/১১৬ বুথে প্রতিদ্বন্দ্বিতা করেন। মাত্র এক ভোটে পরাজয় হয়েছে তাঁর বলে খবর। বিষয়টিকে জনতার রায় বলে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন তিনি। ২০১৩ সালে ৩ ভোটে পঞ্চায়েতে হেরেছিলেন তিনি।

West Bengal Panchayat Election Result 2023 : কথা রাখল না কুসুম্বা, তৃণমূল ছেড়ে বিজেপিকে জেতাল মমতার মামাবাড়ির গ্রাম

প্রসঙ্গত, একুশের নির্বাচনের পর থেকেই আলিপুরদুয়ারে একাধিকবার রক্তক্ষয় হয়েছে বিজেপির। প্রথমে বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সদলবলে যোগ দেন জোড়াফুল শিবিরে। আলিপুরদুয়ার থেকে কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছে ঘাসফুল পতাকা হাতে তুলে নেন বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল।

Purba Medinipur Panchayat Election Result 2023 : নন্দীগ্রামে শুভেন্দু ম্যাজিক, জেলায় তৃণমূলের সঙ্গে সমানতালে লড়াই BJP-র

শেষ পাওয়া খবর অনুযায়ী, বাংলার ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ২২২৮টি আসনে জয়ী তৃণমূল। পঞ্চায়েত সমিতির ৩৪১ আসনের মধ্যে ৬৯ টিতেই জয়ী তৃণমূল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *