Paschim Bardhaman Panchayat Result : শিল্পাঞ্চলেও মমতা ম্যাজিক, পশ্চিম বর্ধমানে গ্রাম পঞ্চায়েতে বিজেপিকে টপকে এগলো সিপিএম


West Bengal Panchayat Result : শিল্পাঞ্চলেও ‘মমতা ম্যাজিক’ অব্যাহত রইল। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। গ্রাম পঞ্চায়েত স্তরে ১০২০ আসনের মধ্যে প্রায় সাড়ে ছয়শো আসনে এখনও পর্যন্ত জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তবে উল্লেখযোগ্য বিষয়, এই জেলা থেকে গ্রাম পঞ্চায়েত স্তরে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম।

Durgapur Panchayat Election : লাগামছাড়া সন্ত্রাস! কাঁকসায় পুনর্নির্বাচন বয়কট বামেদের
গ্রাম পঞ্চায়েত স্তরে ১০২০ আসনে তৃণমূল কংগ্রেস জিতেছে ৬০৩ এবং ৫৯ আসনে এগিয়ে তৃণমূল। অন্যদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৫ আসনে জিতেছে সিপিএম প্রার্থী, এগিয়ে ৩টি আসনে। বিজেপি জিতেছে ২০টি আসনে এবং এগিয়ে ৫টি আসনে। ১১ টি আসনে টাই হয়েছে।

Asansol Durgapur Panchayat Election : শান্ত রইল না শিল্পাঞ্চলও, ভোট ঘিরে তুমুল উত্তেজনা আসানসোল-দুর্গাপুরে
অন্যদিকে, পঞ্চায়েত সমিতি স্তরে ১৭২টি আসনের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস জিতেছে ১৫টি আসনে, এগিয়ে রয়েছে ৯৪টি আসনে, বিজেপি এবং সিপিএম যথাক্রমে ২টি এবং ১টি আসনে এগিয়ে রয়েছে। তবে এখনও পর্যন্ত একটিও আসন জিততে পারেনি।

Panchayat Election : টমেটো-লঙ্কা আগুন ধরিয়েছে বাজারে, সবজির মালা পরেই শেষলগ্নের প্রচারে নামল BJP
পশ্চিম বর্ধমান জেলার জেলার আটটি ব্লকে অনুষ্ঠিত হয় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ব্লকগুলি হল অন্ডাল, বারাবনি, দুর্গাপুর-ফরিদপুর, জামুরিয়া, কাঁকসা, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, সালানপুর। পুরো জেলায় সব মিলিয়ে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৬২টি। পঞ্চায়েত সমিতি রয়েছে আটটি, এবং জেলা পরিষদের আসন সংখ্যা ১৮টি। পঞ্চায়েত নির্বাচনে জেলায় সবমিলিয়ে গ্রাম পঞ্চায়েতের কনস্টিটিউন্সি হচ্ছে ৯৭১ টি, এবং আসন ১০২০ টি। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ১৭২টি।

WB Panchayat Election 2023 : ভোটের মহাভোজ! মাংস ভাতে জমাজমাট কাঁকসা

প্রসঙ্গত, গত ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের আসন সংখ্যা ছিল ১৭টি। তার মধ্যে সবকটিতেই জিতেছিল তৃণমূল কংগ্রেস। তবে বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলায় বিজেপি ফলাফল ছিল উল্লেখযোগ্য। রাজ্যে বিজেপির ভিত শক্ত করেছে যে সব জেলার আসন, তার মধ্যে অন্যতম ছিল আসানসোল কেন্দ্র এই পশ্চিম বর্ধমানেই। একবার নয়, পরপর দুবার বিজেপির টিকিটে বাবুল সুপ্রিয় এই আসন থেকে জয় লাভ করে। পরে ছবিটা বদলে যায়। তবে গ্রামাঞ্চলে তৃণমূল শক্তি ধরে রাখতে পারবে কিনা, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *