Uttar Dinajpur Panchayat Election Result 2023 : ‘রক্তপাতের মাধ্যমে জিতে কী হবে?’ সরব আব্দুল করিম চৌধুরী – uttar dinajpur panchayat election result 2023 tmc mla abdul karim choudhury comment on election results


West Bengal Panchayat Election Result : পঞ্চায়েত নির্বাচনে একচ্ছত্র জয়ের মধ্যেও রাজ্যে রক্তস্নান নিয়ে একের পর এক তৃণমূল নেতা মুখ খুলছেন। এবার সেই দলে নাম লেখালেন তৃণমূলের ‘বিদ্রোহী’ বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি বলেন, ‘পঞ্চায়েতে শাসক দলের ভালো ফল প্রত্যাশিত ছিলই। ফল ঘোষণার দিন গণনার পর তা মিলেও গিয়েছিল।’

সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘এরকম রক্তাক্ত করে জিতে কী হবে। জেতার জন্য খুন, লুঠ, পুলিশকে ব্যবহার করা যায় না। এভাবে রক্তপাতের মাধ্যমে জিতে কোনও লাভ নেই।’ যদিও ভোট ঘোষণার পর থেকে ভোট পরবর্তী নানা সময়ে সন্ত্রাসের ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে শাসকদলকে।

Uttar Dinajpur Panchayat : গণনা শুরুতেই মুখের ‘হাসি চওড়া’! উত্তর দিনাজপুরে তৃণমূলের জয়জয়কার
বোমাবাজি, প্রাণহানি সহ বুথ জ্যাম, ব্যালট বক্স দখলের মতো নানা ঘটনার ছবি দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তৃণমূলের এই জয় নিয়ে ইতিমধ্যে আক্ষেপ শোনা গিয়েছে দলেরই নেতৃত্বদের মধ্যে। তবে এবারে এই জয়প্রাপ্তিতে সরব হলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী।

যার সঙ্গে ইতিমধ্যে নানা ঘটনায় সংঘাতের আবহ তৈরি হয়েছে জেলা নেতৃত্বের। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এই যে রক্তপাতের ঘটনা ঘটেছে তাকে ‘ঘৃণ্য’ বলে আখ্যায়িত করেছেন বিধায়ক। তিনি বলেন, ‘ভোট মাত্রে হার জিত থাকবেই। তবে জেতার জন্যে এই মরিয়া মনোভাব আখেরে দলের ক্ষতি করবে।’

Nadia Panchayat Election Result: কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত তেহট্টের বিধায়ক, লাঠির ঘায়ে পায়ে চোট তাপস সাহার
অন্যদিকে রক্তপাতের ঘটনা রুখতে প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেনি বলে দাবি করিম সাহেবের। তিনি বলেন, ‘এইভাবে ভোট হওয়া কোনোভাবেই কাম্য নয়।’ অনুগামীরা না থাকলে তিনি এই ভোটযুদ্ধে কোনোভাবেই অংশ নিতেন না বলে জানান বিধায়ক।

অন্যদিকে আগডিমটিখুন্তি সহ বিভিন্ন পঞ্চায়েতে নির্দল প্রার্থীদের পরাজয় নিয়ে করিম সাহেব জানান, ‘এই এলাকার বুথগুলিতে ব্যাপকভাবে ছাপ্পা করা হয়েছে। জোর জবরদস্তি করে ভোট করা হয়েছে এখানে।’ এই নিয়ে প্রশাসনকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

West Bengal Panchayat CPIM: ফাঁকা মাঠে গোল! রাজ্যজুড়ে তৃণমূলের দাদাগিরির মাঝে বাদুড়িয়ায় ছাপ্পা সিপিএমের
প্রসঙ্গত, সম্প্রতি মমতা-র উদ্দেশেও বার্তা দিয়েছিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ইসলামপুরের নির্বাচনে মমতা যাতে হস্তক্ষেপ না করেন, কার্যতই হুঁশিয়ারি দেন তিনি। প্রার্থী বাছাই নিয়েও নিজের অবস্থান ব্যক্ত করেছিলেন আব্দুল করিম।

তিনি জানিয়েছিলেন, তিনি নিজেই প্রার্থী তালিকা তৈরি করে পাঠাবেন। তার গোটাটাই অনুমোদন করতে হবে। তা যদি না হয়, তাঁর পাঠানো তালিকায় নাম থাকবে যাঁদের, সকলে নির্দল হিসেবে দাঁড়াবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *