Barddhaman Junction : বর্ধমান স্টেশনে চলন্ত লাগেজ স্ক্যানারে আটকে গেল বালকের হাত, হুলস্থুল কাণ্ড! – bardhaman news child hand stuck under the luggage scanner at barddhaman junction station


লাগেজ স্ক্যানারে আটকে গেল বালকের হাত। প্রায় আধ ঘণ্টা সেখানেই আটকে থাকল সে। ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশনে। এরপর ছেলেটিকে উদ্ধার করে নিয়ে যায় আরপিএফ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে, লাগেজ স্ক্যানারের আশেপাশে নজরদারি বাড়ান উচিত বলেই মনে করছেন যাত্রীরা।

জানা গিয়েছে, শনিবার বিকেল বর্ধমান স্টেশনের লাগেজ স্ক্যানারের কাছ ওই বালকের কিছু একটা জিনিস পড়ে যায়। যখন সে ওই জিনিসটি তুলতে যায়, তখনই চলন্ত মেশিনে আটকে যায় তার হাত। সেই সময় ঘড়িতে বাজে ৪টে ৩৫ মিনিট। দ্রুত বালককে উদ্ধারে তৎপর হন আরপিএফ কর্মীরা। প্রায় ৩০ মিনিট ধরে চেষ্টা চালানোর পর, ৫টা ৫ মিনিটে উদ্ধার করা সম্ভব হয় তাকে। এরপর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

Howrah News Today : হাওড়ায় শপিং মলের এস্কেলটরে ঢুকে গেল একরত্তি শিশুর হাত, তারপর…
এই প্রসঙ্গে আরপিএফ-এর সেকেন্ড ইন্সপেক্টর মনোজ কুমার জানান, একটি ছেলে ওখানে ছিল। ওর কিছু পড়ে যায়। আর সেটা নিতে যায় সে। সেই সময় মেশিনটি ঘুরছিল। সেখানেই আটকে যায় হাত। অভিজিৎ সরকার নামে প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, ছেলেটি মেশিনের তলায় ঢুকে গিয়েছিল, অনেকক্ষণ আটকে ছিল। তারপর মেশিন খোলা হল, বের করা হল তাকে। রিঙ্কু শর্মা নামে আরও এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, ছোট ছেলেটির হাত আটকে যায়। পরে তাকে বের করে নিয়ে যাওয়া হয়। বেশকিছুক্ষণ আটকে ছিল। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য নজরদারি বাড়ান প্রয়োজন বলেই মনে করেন তিনি।

Hooghly News : ‘দিদির কবচ’ই দিল ‘সুরক্ষা’, মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া বালক উদ্ধার হুগলিতে
হাওড়ায় শপিং মলের চলন্ত সিঁড়িতে আটকে যায় শিশুর হাত
দিন কয়েক আগে প্রায় একই ধরণের ঘটনা হাওড়ার একটি শপিং মলে। সেখানে চলমান সিঁড়িতে আটকে যায় একটি শিশুর হাত। প্রায় দু’ঘণ্টা ওইভাবে আটকে থাকার পর চলমান সিঁড়ি খুলে উদ্ধার করা হয় শিশুটিকে। এরপর তড়িঘড়ি ওই শিশুকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত চিকিৎসা চলছে তার। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও বিশৃঙ্খলা না ছড়ায়, তার জন্য আগেভাগেই মল থেকে সবাইকে বের করে দেওয়া হয়। পাশাপাশি শপিং মলের সামনেও মোতায়েন করা হয় পুলিশ বাহিনী ও ব়্যাফ। তবে সেই ঘটনায় শিশুটির বড়সড় কোনও চোট বা আগাত লাগেনি বলেই জানা গিয়েছি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল মলে উপস্থিত জনতার মধ্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *