CESC Electricity Bill: তিন মাস বিদ্যুৎ বিচ্ছিন্ন! ট্রান্সফর্মার খুলতে এসে বিক্ষোভের মুখে CESC কর্মীরা – cesc electricity distribution company workers face local agitation due to power disconnection problem


বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের একাধিক অভিযোগ CESC-এর বিরুদ্ধে। বেসরকারি বিদ্যুৎ বন্টনকারী সংস্থার কর্মীরা ট্রান্সফরমার তুলতে গিয়ে মুখোমুখি হলেন বিক্ষুব্ধ জনতার। ঘটনাটি ঘটেছে থানমাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চন্দ্রবাটি স্কুল মাঠ এলাকায়। একটি ক্লাবের ট্রান্সফরমার খুলে নিয়ে যেতে এসে ক্লাব সহ পাড়ার বাসিন্দাদের বাধার মুখে পড়তে হল বিদ্যুৎ দফতরের কর্মীদের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিথ্যে কারণ দেখিয়ে তিন মাস আগেই এলাকার ক্লাবের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় CESC। বিদ্যুৎ বন্টন সংস্থার তরফে বলা হয়, বেআইনিভাবে বিদ্যুৎ বিক্রি করছে ওই ক্লাব। একইসঙ্গে মোটা টাকা জরিমানার চিঠি ও বিলও আসে ক্লাবের নামে। এলাকাবাসীর দাবি, এই নিয়ে কোনও নোটিশ দেয়নি সংস্থা। নোটিশ না দিয়েও বিদ্যুৎ কেটে দেওয়া হয়। এমনকী কোনও নোটিশ ছাড়াই ট্রাম্সফর্মারও তুলে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ।

Jalpaiguri News : কথা রাখল CPIM, ভোটে জিতেই বৃদ্ধার বাড়িতে পৌঁছে দিল আলো
স্থানীয় সূত্রে খবর, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সংস্থার অফিসে গিয়ে যোগাযোগ করা হলে বিলটি সম্পর্কে জানা যায়। তবুও ক্লাবের তরফ থেকে বিদ্যুৎ দফতরে গিয়ে কথা বলে সামান্য পরিমাণ অর্থ কমলেও তাদের পক্ষে তা দেওয়া সম্ভব হয় না। দীর্ঘ কয়েক মাস কেটে যাবার পর এদিন CESC কর্মীরা ট্রান্সফরমার তুলতে আসে এবং পুনরায় নতুন করে সেই ট্রান্সফরমার বসানো হবে বলে জানানো হয়।

CESC কর্মীদের সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী। ট্রান্সফরমার তুলতে বাধা দেয় ক্লাব সদস্য ও স্থানীয়রা। তাদের দাবি CESC যে কারণ দেখিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে তার প্রমাণ দিতে পারেনি। তাই অবিলম্বে ক্লাবের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিতে হবে। এই দাবি তুলে বিদ্যুৎ কর্মীদের কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা।

Electric Bike : 1 কিমি মাত্র 10 পয়সায়! দেশবাসীর জন্য দুরন্ত ই-বাইক আনল TATA
কাজে বাধা পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় কর্মীরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণ নিয়ে CESC-এর এক কর্মীকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ”মূলত তিনটি কারণে বিদ্যুৎ কাটা হয়। এর মধ্যে একটি কারণেই হয়তো এখানকার ক্লাবের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে বিষয়টি স্পষ্টভাবে তার জানা নেই, উচ্চ আধিকারিকরাই বিস্তারিত বলতে পারবেন ।”

Municipal Corporation In West Bengal : ‘ভাঙা শিশি-বোতল আছে…’, বাড়ি বাড়ি হাঁক পাড়বে পুর কর্মীরা
CESC দফতর থেকে আধিকারিকরা এলেও ক্লাব ও গ্রামের মানুষেরা এক জায়গাতেই অটল ছিলেন। তাদের সামনেও একই দাবি রাখা হয়। এলাকায় বিক্ষোভ তুঙ্গে উঠলে ঘটনাস্থলে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ আসে। তাঁরা এসে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *