Murshidabad News : ডাস্টবিনে আধপোড়া ব্যালট! মুর্শিদাবাদে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের – burnt ballot recovered from dustbin in samsherganj


হুগলি, পুরুলিয়া, নদিয়ার পর এবার মুর্শিদাবাদ। সামশেরগঞ্জের গণনা কেন্দ্রের বাইরে সিল ও সিরিয়াল নম্বর সহ ব্যালট পেপার উদ্ধার করা হল। মঙ্গলবার দুপুর নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠ সংলগ্ন এলাকায়। স্কুলের পিছনে পাটের জমি থেকে ব্যালট পেপার উদ্ধারের পাশাপাশি স্কুলের ভিতরের ডাস্টবিন থেকে কিছু আগুনে পোড়া ব্যালটও উদ্ধারকে ঘিরে রীতিমতো শোরগোলের সৃষ্টি হয়।

Purulia Panchayat Election Result 2023 : শয়ে শয়ে ব্যালট পেপার ছড়িয়ে রয়েছে রাস্তায়! শোরগোল পুরুলিয়ায়
এদিকে ব্যালট উদ্ধারের খবর পেয়ে জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠে ছুটে আসেন সামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ, চার নম্বর জেলা পরিষদের কংগ্রেসের সদস্য আনারুল হক বিপ্লব, ৬ নম্বর জেলা পরিষদের কংগ্রেসের পরাজিত প্রার্থী আয়েশা জুলেখা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ব্যালট উদ্ধারের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে BDO-র বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতৃবৃন্দ। এই বিষয়ে সামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ বলেন, ‘আমরা আগেই জানতাম।

Ballot Paper : ১০ দিন পার, হুগলিতে বেসরকারি কলেজের মাঠে ছড়িয়ে পড়ে ব্যালট পেপার!
এবার জেলা তথা রাজ্যের মানুষ বুঝতে পারছেন তৃণমূল কিভাবে ষড়যন্ত্র করে পঞ্চায়েত ভোটে জয়লাভ করেছে। এরকম না করলে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কোনও আসন পেত কিনা সন্দেহ রয়েছে। এই জেলা কংগ্রেসের গড়। সেখানে কিভাবে তৃণমূল এত এত আসন পায়, সেই নিয়েই প্রশ্ন করছিলেন সবাই এতদিন। এবার সত্যিটা সামনে চলে এল’। এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘এই ঘটনার পিছনে তৃণমূল ছাড়াও স্থানীয় BDO-র হাত আছে। এর পরিপ্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হলে আমরা BDO-র বিরুদ্ধে হাইকোর্টে যাব’। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে এলাকার তৃণমূল নেতৃত্ব।

Nadia News : জঙ্গলে ডাঁই করা জনগণের রায়! নদিয়ায় ব্যালট পেপার উদ্ধার ঘিরে বিতর্ক
সামশেরগঞ্জের স্থানীয় এক তৃণমূল নেতা বলেছেন, ‘কংগ্রেস আসলে হারার শোক থেকে বেরিয়ে আসতে পারছে না। তাই এসব ভুলভাল কথা বলছে। জেলার মানুষ অনেকদিন থেকেই তৃণমূলের সঙ্গে আছেন। তাই আমাদের ব্যালট ছেঁড়া বা পোড়ানোর দরকার পড়ে না। এই ব্যালট পেপারগুলি এখানে কিভাবে এল তা পুলিশ তদন্ত করে দেখুক’।

Dakshin 24 Pargana News : BJP ও CPIM-কে ভোট দেওয়া প্রচুর ব্যালট উদ্ধার, সরগরম গঙ্গাসাগর
হিংসার আবহেই রাজ্যে হয়েছে পঞ্চায়েত ভোট। গণনাও শেষ হয়েছে। সেই গণনা ঘিরে বিরোধীদের অভিযোগও রয়েছে বিস্তর। সেই সব অভিযোগ যে পুরোপুরি অমূলক নয়, তার প্রমাণ এখনও মিলছে বলে দাবি করছে বিরোধী দলগুলি। গণনা পর্ব শেষ হওয়ার পরও গণনাকেন্দ্রের আশপাশের এলাকা থেকে ব্যালট পেপার উদ্ধারের বেশ অনেক ঘটনা সামনে আসছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *