Howrah News : স্কুল ‘বাঙ্ক’ করে নদীতে স্নান করতে গিয়েই মর্মান্তিক পরিণতি ছাত্রের – a teenager went out to bathe in the river on the pretext of going to school and drowned in howrah


স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে স্কুলে না গিয়ে নদীর পাড়ে বেড়াতে এসে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল অষ্টম শ্রেণীর এক ছাত্রের। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়া থানার ফুলেশ্বরের বৈকন্ঠপুরে। মৃত ছাত্রের নাম মহম্মদ নিজামুদ্দিন। বাড়ি হাওড়ার পিলখানা এলাকায়। মৃত কিশোর হাওড়া হাট হাই স্কুলের ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমাবস্যার কোটাল থাকায় মঙ্গলবার দুপুরে নদীতে ভরা জোয়ার ছিল।

Panchayat Election Violence: ফের ভোট সন্ত্রাসের শিকার নাবালক, মামা BJP করায় ভাগ্নেকে বেধড়ক মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
দুপুরে স্কুল ড্রেস পড়ে ৬ কিশোর বৈকন্ঠপুর শ্মশান এলাকায় নদীর পাড়ে নামে। এরপর এক কিশোর নদীর পাড়ে গাছের নিচে প্যান্ট জামা জুতো খুলে স্কুলের ব্যাগ রেখে নদীতে নামে। এরপরেই ওই কিশোর নদীর জলে তলিয়ে যায়। এদিকে এই ঘটনার পর মৃত কিশোরের সঙ্গে থাকা পাঁচ বন্ধু আতঙ্কে ট্রেন ধরে বাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে ফুলেশ্বর স্টেশনে আসলে স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলেন। পরে পুলিশে খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই পাঁচ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উলুবেড়িয়া থানায় নিয়ে যায়।

Mid Day Meal West Bengal : BJP করার অপরাধ! মিড ডে মিলের রাঁধুনিকে হুমকির অভিযোগ, বিক্ষোভ নামখানায়
মৃত কিশোরের সঙ্গে থাকা এক কিশোর জানায়, মঙ্গলবার স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হলেও স্কুলে না গিয়ে ট্রেন ধরে তাঁরা ফুলেশ্বরে চলে আসে। এরপর কয়েক মিনিট পায়ে হেঁটে বৈকন্ঠপুর শ্মশান চত্বর এলাকায় পৌঁছে যায়। ওই কিশোর আরও বলে, ‘নদীর পাড়ে নামার পর তিন কিশোর একটু দূরে বসে থাকলেও নিজামুদ্দিন সহ আমরা তিনজন কিছুটা দূরে চলে যাই। এরপর নিজামুদ্দিন প্যান্ট জামা জুতো খুলে নদীতে নামে’। এরপর ওই কিশোর বলে, ‘আচমকাই পা ফসকে নিজামুদ্দিন নদীতে পড়ে যায়। এরপরেই সে তলিয়ে যায়’।

Sundarban Crocodile : খালের ধারে শুয়ে ওটা কী? বিশালাকার প্রাণীকে দেখে আতঙ্ক পাথরপ্রতিমায়
ওই কিশোর জানায়, ঘটনার সময় আশেপাশে কেউ না থাকায় তাঁর বন্ধুকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার পর তারা আতঙ্কে ট্রেন ধরে বাড়ি চলে যাওয়ার পরিকল্পনা করেছিল। যদিও সেটা সম্ভব হয়নি। স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ‘আমরা খবর পাই যে নদীর ধারে স্কুলের ড্রেস পরে ৬ জন ছাত্র গিয়েছিল।
কিন্তু ফেরার পথে ৫ জন কে দেখা গিয়েছে। আর তাঁরা বেশ তড়িঘড়ি ওই জায়গা থেকে পালিয়েছে। তখনই আমরা কয়েকজন মিলে তাঁদের স্টেশনে গিয়ে ধরি। তখন ওই পড়ুয়ারা আমাদের সত্যি ঘটনা জানায়। আমরা তারপর পুলিশকে সমস্ত ঘটনা জানাই’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *