Asansol News : স্টিয়ারিং হাতে হার্ট অ্যাটাকে মৃত্যু চালকের, দুর্ঘটনায় বাস – the bus driver died of a heart attack in asansol


এই সময়, আসানসোল: ২৮ জন যাত্রী নিয়ে আসানসোল থেকে কুলটির দিকে যাচ্ছিল রানিগঞ্জ-দিশেরগড় রুটের একটি মিনিবাস। চলন্ত সেই বাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বাসচালক রঞ্জিত বাউড়ির (৫২)। শেষে রাস্তার পাশে একটি বাড়ির নির্মীয়মাণ দেওয়ালে ধাক্কা মেরে হাইড্র্যান্ট আটকে যায় বাসের চাকা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর মোড় সংলগ্ন জিটি রোডে। চালকের এমন আকস্মিক মৃত্যুতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে জানিয়েছেন অল্পবিস্তর আহত বাসযাত্রীরা।

Bangladesh Bus Accident : নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, মৃত ১৭
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে আচমকা অসুস্থ হয়ে পড়েন রানিগঞ্জ স্কুলপাড়ার বাসিন্দা মিনিবাসের চালক রঞ্জিত। ঠিক তখনই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জনৈক রাজেশ গুপ্তার বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারে। হাইড্র্যান্টে বাসের চাকা আটকে যায়। খবর পেয়ে এলাকায় আসে নিয়ামতপুর ফাঁড়ি ও ট্র্যাফিক গার্ডের পুলিশ। বাসের চালককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে প্রাথমিক ভাবে জানান, হার্ট অ্যাটাকের জেরেই মৃত্যু হয়েছে।

Tamil Nadu News : মারা গেলে ক্ষতিপূরণের টাকায় ছেলের কলেজের ফি! বাসের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা
বাসের খালাসি জামুড়িয়ার বাসিন্দা জয়রাম পাসোয়ান বলেন, ‘লছিপুর গেট পার করার পরেই চালক আমাকে বলে শরীরে অস্বস্তি হচ্ছে। তখনই সে বাসের গতি কমায়। কিন্তু বাস থামানোর আগেই জ্ঞান হারায় চালক। বাসটি এর পর রাস্তার পাশে নর্দমা পার করে একটা বাড়ির দেওয়ালে ধাক্কা মারে।’ ওই বাড়ির মালিক রাজেশ গুপ্তা বলেন, ‘এদিন বাড়ির দেওয়াল তৈরির কাজ চলছিল। দুপুরে মিস্ত্রিরা খাবার খেতে গিয়েছিলেন। যদি তাঁরা দুর্ঘটনায় সময়ে থাকতেন তা হলে কী পরিণতি হতো ভাবা যাচ্ছে না। পুলিশ-প্রশাসন ক্ষতিপূরণের ব্যাপারে আশ্বাস দিয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *