Siliguri News : জালনোটের ব্যবসার পর ভুয়ো চিকিৎসা! বাড়িতে বাড়িওয়ালার টিউমার অপারেশন করে শ্রীঘরে ব্যক্তি – njp police station arrested a fake doctor siliguri area


নেই ডাক্তারির ডিগ্রি। অথচ নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিতেন। সেই পরিচয় দিয়েই লোকজনের চিকিৎসা করতেন। এমনকী অস্ত্রোপচারও করেছিলেন। এখানে শেষ নয় চিকিৎসক পরিচয়ে এক ব্যক্তির মাথার টিউমারের অস্ত্রোপচারও করেন। কিন্তু এত কিছুর পরও হল না শেষ রক্ষা। কিছুদিন পর জানা যায় সেই ব্যক্তি চিকিৎসকই নন। এরপরই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। সেই ভুয়ো চিকিৎসককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শিলিগুড়িতে (Siliguri News) এই ঘটনা ঘটেছে।

Mamata Banerjee News Update : মমতার বাড়ির সামনে ধৃত নুরের তরুণী-যোগ ঘিরে রহস্য! উদ্ধার আরও অস্ত্র
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই ভুয়ো চিকিৎসকের নাম রঞ্জন সরকার। কিছুদিন ধরে শিলিগুড়ির এনজেপি থানা (New Jalpaiguri Police Station) এলাকার সূর্যসেন কলোনিতে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। সেখানেই রোগীদের দেখার বন্দোবস্ত ছিল। ওই ভাড়া বাড়িতেই অস্ত্রোপচার করেছেন বলে অভিযোগ। ব্যক্তিকে শুক্রবার গ্রেফতারের পর জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরও একটি চাঞ্চল্যকর তথ্য। রঞ্জন সরকার আদতে অসমের রঙ্গিয়ার বাসিন্দা। একমাস ধরে সূর্য সেন কলোনিতে বাড়িভাড়া নিয়ে থাকছিলেন। সেই বাড়িতেই বাড়ি মালিকের মাথার টিউমারের অস্ত্রপচার করেছিলেন। এরপর সেই ব্যক্তি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসকেরা জানান যে তাঁর ভুল চিকিৎসা হয়েছে।

Mamata Banerjee 21 July TMC Sahid Diwas: একুশের সকালে মমতার বাড়ির সামনে সশস্ত্র সন্দেহভাজন! গ্রেফতার করল পুলিশ
এরপরই বাড়িতে এসে ভুয়ো চিকিৎসককে প্রশ্ন করতেই তাঁর মনে সন্দেহ হয়। এরপর পুলিশ ডেকে ভুয়ো চিকিৎসককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Mamata Banerjee News : ‘নেতাজি সুভাষ স্বপ্নে এসে বলেন…’, জেরায় চাঞ্চল্যকর দাবি মমতার বাড়ির সামনে ধৃত নূরের
বিপুল দাস নামে ওই ব্যক্তি বলেন, ‘একমাস আগে ব্যক্তি বাড়ি নিয়ে এখানে থাকতে এসেছিলেন। নিজেকে চিকিৎসক বলে পরিচয় দেন। বাড়ি ভাড়া কেন নিচ্ছেন জিজ্ঞেস করলে সে জানায় যে তিনি ফ্ল্যাট বানাচ্ছেন। এক মহিলার সঙ্গে এখানে এসেছিল। আমার মাথার পিছনে একটি টিউমার ছিল। সেই টিউমারটি অস্ত্রপচার করে। ঘরেই অস্ত্রপচার করেছিলেন। অস্ত্রোপচারের ওষুধের জন্য ১৬ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু কোনও প্রেসক্রিপশন দেননি।’ ওই ব্যক্তি জাল নোটের কারববারের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানা গিয়েছে। তাঁর ইট-বালির ব্যবসা ছিল বলে খবর। পুলিশি তদন্তে এখন নতুন কিছু উঠে আসে কি না, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *