পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই ভুয়ো চিকিৎসকের নাম রঞ্জন সরকার। কিছুদিন ধরে শিলিগুড়ির এনজেপি থানা (New Jalpaiguri Police Station) এলাকার সূর্যসেন কলোনিতে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। সেখানেই রোগীদের দেখার বন্দোবস্ত ছিল। ওই ভাড়া বাড়িতেই অস্ত্রোপচার করেছেন বলে অভিযোগ। ব্যক্তিকে শুক্রবার গ্রেফতারের পর জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরও একটি চাঞ্চল্যকর তথ্য। রঞ্জন সরকার আদতে অসমের রঙ্গিয়ার বাসিন্দা। একমাস ধরে সূর্য সেন কলোনিতে বাড়িভাড়া নিয়ে থাকছিলেন। সেই বাড়িতেই বাড়ি মালিকের মাথার টিউমারের অস্ত্রপচার করেছিলেন। এরপর সেই ব্যক্তি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসকেরা জানান যে তাঁর ভুল চিকিৎসা হয়েছে।
এরপরই বাড়িতে এসে ভুয়ো চিকিৎসককে প্রশ্ন করতেই তাঁর মনে সন্দেহ হয়। এরপর পুলিশ ডেকে ভুয়ো চিকিৎসককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
বিপুল দাস নামে ওই ব্যক্তি বলেন, ‘একমাস আগে ব্যক্তি বাড়ি নিয়ে এখানে থাকতে এসেছিলেন। নিজেকে চিকিৎসক বলে পরিচয় দেন। বাড়ি ভাড়া কেন নিচ্ছেন জিজ্ঞেস করলে সে জানায় যে তিনি ফ্ল্যাট বানাচ্ছেন। এক মহিলার সঙ্গে এখানে এসেছিল। আমার মাথার পিছনে একটি টিউমার ছিল। সেই টিউমারটি অস্ত্রপচার করে। ঘরেই অস্ত্রপচার করেছিলেন। অস্ত্রোপচারের ওষুধের জন্য ১৬ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু কোনও প্রেসক্রিপশন দেননি।’ ওই ব্যক্তি জাল নোটের কারববারের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানা গিয়েছে। তাঁর ইট-বালির ব্যবসা ছিল বলে খবর। পুলিশি তদন্তে এখন নতুন কিছু উঠে আসে কি না, সেটাই দেখার।