Solar Panel : সোলার প্যানেল হয়ে দাঁড়িয়েছে প্রাণহানির কারণ! অবাক কাণ্ড আরামবাগের স্কুলে – arambagh primary school teacher are in trouble due to solar panel


Hooghly News : স্কুলে সোলার প্যানেল লাগানোর ফলে প্রাণহানীর আশঙ্কা দেখা দিয়েছে। অবাক লাগছে! কিন্তু এটাই বাস্তব। ঘটনাটি আরামবাগ পুরসভার প্রায় ৯ টি প্রাথমিক বিদ্যালয়ের। জানা গিয়েছে, পুরসভার ৯ টি স্কুলে বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য শিক্ষকদের আপত্তি সত্ত্বেও একপ্রকার জোর করে সোলার প্যানেল লাগানো হয়।

কিন্তু বর্তমানে বিদ্যুৎ বিল কমার জায়গা অনেক স্কুলেই তা বেড়ে গিয়েছে। আবার কোনও স্কুলে সোলার প্যানেল সংযোগই দেওয়া হয়নি বলে অভিযোগ। ওই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ স্কুলের ছাদে সোলার প্যানেল বসানোর ফলে ছাদ ফুটো হয়ে জল পড়ছে।

Bankura News : ভেঙে পড়তে পারে স্কুলের ছাদ, আতঙ্কে গেটে তালা লাগিয়ে বিক্ষোভে অভিভাবকরা
আবার কোনও কোনও স্কুলে সোলার প্যানেল ভেঙে গিয়ে বিপদজনক অবস্থায় রয়েছে। যেকোনও সময় পড়ে গিয়ে ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাদের জীবনহানী ঘটতে পারে বলে অভিযোগ। এইরকম পরিস্থিতিতে ওই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা আরামবাগ পুরসভা থেকে শুরু করে মহকুমাশাসক এবং আরামবাগের এসডিপিও-র দ্বারস্থ হন।

দুঃখের বিষয় আরামবাগ পুরসভা স্কুলে সোলার প্যানেল লাগালেও তার দ্বায়ভার নিতে চাইছে না বলে অভিযোগ। কোনও স্কুলেই সোলার প্যানেল সচল না থাকায় শিক্ষক শিক্ষিকারা সমস্যায় পড়েছেন। কোটি টাকা খরচ করে সোলার প্যানেল লাগানো হলেও তা কাজে না লাগায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ।

Uttar 24 Pargana : স্কুলের পাশেই ডাঁই করা জঞ্জালের স্তূপ, ক্লাসে এসে অসুস্থ পড়ুয়ারা! বারাসতের স্কুলে চরম অব্যবস্থা
তাঁরা প্রশ্ন তুলছেন এই দুর্নীতির সঙ্গে যুক্ত কারা তাঁদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। এই বিষয়ে পুর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক অঞ্জন ঘোষ বলেন, ‘সোলার প্যানেল লাগানোর ফলে বিদ্যুৎ বিল সাশ্রয়ের জায়গায় তিনগুণ বেড়েছে। ছাদ ভেঙে পড়ছে। যেকোনও সময় প্রাণহানী ঘটতে পারে।’

অপরদিকে স্কুল শিক্ষিকা পায়েল মজুমদার বলেন, ‘সোলার প্যানেল লাগানো জন্য লাভের থেকে ক্ষতি হয়েছে বেশি। সোলার প্যানেলের কোনও দরকার নেই। যারা এগুলি লাগিয়েছেন তাদের খুলে নিয়ে যাওয়া কথা বলেছি।’

Uttar 24 Parganas News: পড়ুয়াদের সামনে শিক্ষিকাকে তেড়ে মারতে যাওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, তুমুল গণ্ডগোলে বন্ধ স্কুল
স্থানীয় বাসিন্দা এক অভিভাবক জানান, ‘আমার মেয়ে যে স্কুলে পড়ে, সেখানে সোলার প্যানেল ছাদ থেকে ঝুলছে। যে কোনও সময় বড় বিপদ ঘটতে পারে। অবিলম্বে খুলে দিতে বলেছি সোলার প্যানেলটি।’

তবে আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, ‘গাছ লাগালে তত্ত্বাবধান করতে হয়। তদারকির কোথাও অভাব রয়েছে। বিষয়টা আমরা দেখছি।’ সব মিলিয়ে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আরামবাগের মহকুমাশাসক নাকি আশ্বাস দিয়েছেন সমস্যার সমাধানের জন্য। এখন দেখার ছাত্র ছাত্রীদের নিরাপত্তা স্বার্থে কবে এই বিষয়টির সমাধান হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *