Uttar Dinajpur : মাছের বদলে জালে উঠল ব্যালট বাক্স! করণদিঘিতে অবাক কাণ্ড – in karandighi while casting nets in the pond for fishing ballot box came up


রাজ্যে পঞ্চায়েত ভোট শেষ হয়ে গিয়েছে প্রায় অনেকদিন। বিভিন্ন পঞ্চায়েতে হয়ে গিয়েছে বোর্ড গঠনও। কিন্তু ব্যালট বক্স নিয়ে রহস্য এখনও শেষ হওয়ার নাম নেই। এবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার অন্তর্গত বাজারগাঁও ১ গ্রাম পঞ্চায়েতের বেলুয়া বুথে পুকুরে জাল ফেলে মাছ ধরতে গিয়ে জালে উঠে এল ব্যালট ব্যাক্স। আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল করণদিঘি জুড়ে। পঞ্চায়েত নির্বাচনে এই বুথে গণ্ডগোল হওয়ার ঘটনা ঘটেছিল বলে জানা যায়। নির্বাচন কমিশন ফের এই বুথে পুননির্বাচনের নির্দেশ দিয়েছিল। এদিন এই ব্যালট বাক্স উদ্ধার করে ডালখোলা থানায় নিয়ে যায় পুলিশ।

Howrah Ballot Paper : ছাপ মারা ব্যালট পেপার উদ্ধার! জগৎবল্লভপুরে শোরগোল
এই বিষয়ে স্থানীয় এক মৎস্যজীবী বলেন, ‘আমরা প্রায় দিনই এখানে মাছ ধরি। বিগত কয়েকদিনেও ধরেছি। কিন্তু তাতে রহস্যজনক কিছু মেলেনি। তবে আজ জাল ফেলে কিছুক্ষণ পরে দেখি জাল ভারি লাগছে। সাধারণত মাছ উথলে এত ভারী হয় না। এরপর জাল তুলে দেখি একটি বাক্স উঠে এসেছে’।
স্থানীয় এক BJP নেতা এর দায় চাপিয়েছেন শাসকদল তৃণমূলের উপর। তিনি বলেন, ‘এই এলাকায় ভোটের দিন যথেষ্ট হিংসা চালিয়েছে তৃণমূল। যেই দেখেছে বাজারগাঁও ১ গ্রাম পঞ্চায়েতে আমাদের জয়ের সম্ভাবনা বেশি, ঠিক তখনি আমাদের দলের কর্মী এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে এই ব্যালট বক্স জলে ফেলে দিয়েছে।

Panchayat Ballot: ‘ব্যালটে পেট ভর্তি?’ ডিনার না করায় দলের অন্দরেই ঠাট্টা! মুখ খুললেন অশোকনগরের বিধায়ক
সন্ত্রাস ও তৃণমূল এখন সমার্থক শব্দ হয়ে গিয়েছে’। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। করণদিঘি বিধানসভার এক তৃণমূল নেতা বলেছেন, ‘ভোটের দিন যত গণ্ডগোল সব করেছে BJP। আমাদের এতে কোনও হাত নেই। BJP হেরে যাচ্ছে দেখে ওদের দলের কর্মীরাই ব্যালট পেপার সমেত বক্স তুলে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিয়েছে’।

Uttar 24 Pargana : স্কুলের পাশ থেকে ফের উদ্ধার ব্যালট পেপার, দেগঙ্গায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ CPIM-এর
উল্লেখ্য, এক সপ্তাহ আগেই গাজোলের গণনাকেন্দ্র থেকে ৩ টে সিল করা ব্যালট বক্স উদ্ধার করা হয়। বাদুড়িয়া, কৃষ্ণগঞ্জ থেকেও উদ্ধার হয় ব্যালট বক্স। নিয়মানুযায়ী গণনার সময় সমস্ত বৈধ ব্যালট গুনে প্রার্থীদের ভোটের ফল জানাতে হয়।

বিরোধীদের অভিযোগ, উদ্ধার হওয়া ৩ টে ব্যালট বক্সে ভর্তি ছিল ব্যালট পেপার। সেগুলো গণনার সময় খোলাই হয়নি। এত ব্যালট পেপার না গুনে কীভাবে কোনও প্রার্থীকে জয়ী ঘোষণা করা হল? কার মদতে এই বেআইনি কাজ হল তা প্রকাশ্যে আনার দাবি তুলেছে বিরোধীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *