Buddhadeb Bhattacharya Health Update: উৎকণ্ঠার রাত কাটল নির্বিঘ্নে, দীর্ঘক্ষণ খালি পেটে থাকা বুদ্ধদেবকে খাওয়ানোর উদ্যোগ – buddhadeb bhattacharya latest health update ex chief minister is still in invasive ventilation


ফুসফুসে নিউমোনিয়া ও শ্বাসনালিতে গুরুতর সংক্রমণ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাত বাড়তেই আচমকা সংকটজনক হয় শারীরিক অবস্থা। প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘নন-ইনভেসিভ ভেন্টিলেশন’-এ রাখা হলেও রাতে ‘ইনভেসিভ ভেন্টিলেশন’-এ দেওয়ার সিদ্ধান্ত নেনে চিকিৎসকেরা। উদ্বেগে রাত কেটেছে গোটা বাংলার।

শনিবার সারা রাত কড়া পর্যবেক্ষণে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, রাতে বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা মোটামুটি ঠিক ছিল। মূত্রত্যাগের পরিমাণও সঠিক ছিল। তবে বেশি ছিল রক্তে সুগারের পরিমাণ। ক্রিয়েটিনের মাত্রা সামান্য বেশি। তবে এখনও কাটেনি সংকট।

Buddhadeb Bhattacharya News : আর‌ও সংকটে বুদ্ধদেব, রাতেই দেওয়া হল ইনভেসিভ ভেন্টিলেশনে

জানা গিয়েছে, শনিবার দুপুরে হাসপাতালে ভর্তির পর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কিছু খাবার দেওয়া হয়নি। তবে দুপুরে বাড়িতে লাঞ্চের পরই সংকটজনক হয়ে পড়ে তাঁর শারীরিক পরিস্থিতি। হু হু করে নেমে যায় রক্তে অক্সিজেনের মাত্রা। কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি নিয়ে আসা হয় হাসপাতালে। এর পর থেকে আর কিছু খাওয়ানো যায়নি তাঁকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ভেন্টিলেশনের সময় পরানো হয় রাইস টিউব। সেই রাইস টিউব দিয়েই ফিড করানোর চেষ্টা করা হবে তাঁকে। আপাতত ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।

Buddhadeb Bhattacharya Health Update : ভেন্টিলেশনে বুদ্ধবাবু, নজরদারিতে ৯ চিকিৎসক! প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলল হাসপাতাল

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শনিবার বুদ্ধদেব ভট্টাচার্যের যে সব পরীক্ষা করা হয়েছে, তার রিপোর্ট সামনে রেখেই পরবর্তী চিকিৎসার স্ট্র্যাটেজি ঠিক করবেন চিকিৎসকেরা। রবিবার বেলা ১০টা নাগাদ তাঁর মেডিক্যাল টিমের চিকিৎসকেরা তাঁকে আবার পরীক্ষা করবেন।

সংকটের কারণ-

চিকিৎসকেরা জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি আরও সংকটজনক হয় রক্তে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ায়। নিজে থেকে শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল ৭৯ বছর বয়সী প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এরপরই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। একইসঙ্গে রক্তে ক্রিয়েটিনের মাত্রা বেশি থাকাটাও ভাবাচ্ছে চিকিৎসকদের। অন্যদিকে, রক্তে অ্যান্টি বায়োটিক রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার উপস্থিতিও অন্যতম উদ্বেগের কারণ। বুদ্ধদেববাবুর সুগারের মাত্রা, ক্রিয়েটিনের মাত্রা ও শারীরিক পরিস্থিতির জন্য অ্যান্টি বায়োটিকের মাত্রা মেপে দিতে হচ্ছে চিকিৎসকদের। সেই অ্যান্টি বায়োটিকের কাজে বাধা ওই ব্যাকটেরিয়া। সমস্ত ফ্যাক্টস মাথায় রেখেই চিকিৎসা চালাচ্ছে মেডিক্যাল বোর্ড। তারা জানাচ্ছেন, ভেন্টিলেশন সাপোর্ট এবং অ্যান্টিবায়োটিক সঠিকভাবে বাম নেতার শরীরে কাজ করলে তবে মিলবে আশার আলো। ‘লড়াই চলছে, চলবে’, বলছেন চিকিৎসক সহ গোটা বাংলার মানুষ।বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক সুস্থতা কামনায় প্রার্থনায় শুভানুধ্যায়ীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *