বধূ নির্যাতনের তদন্তে বৃদ্ধ দম্পতিকে হেনস্থা, খড়দায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ


বধূ নির্যাতনের অভিযোগের তদন্ত করতে গিয়ে বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে হেনস্থার অভিযোগ। Uttar 24 Parganas জেলার খড়দা থানার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। শুধু তাই নয়, ওই দম্পতির কাছ থেকে লক্ষাধিক টাকা ‘লুটপাটের’ অভিযোগ ওঠে সাব-ইনস্পেক্টর (এসআই) এর বিরুদ্ধে। বিষয়টি বিচারাধীন থাকায় মুখ খুলতে চাইছে না খড়দা থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Uttar 24 Pargana News : বনগাঁয় TMC-র বিজয় মিছিল থেকে BJP প্রার্থীকে বেধড়ক &amp#39;মারধর&amp#39;, &amp#39;কিছুই হয়নি&amp#39;, পালটা দাবি তৃণমূলের
পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা হলে আদালত ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে। আইনজীবী সন্তু দাস বলেন, ‘একটা বধূ নির্যাতনের মামলায় পুলিশ কোনও অর্ডার ছাড়াই বৃদ্ধার বাড়িতে চড়াও হয়। আলমারি থেকে গয়না, নগদ পাওয়া যায়নি। এরপরেই আমরা আদালতের দ্বারস্থ হই।’ আদালত ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং যে অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, সেটা রিলিজ করার নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী।

Dakshin 24 Parganas News : ৩ দিন পর উদ্ধার মথুরাপুরের ৪ অপহৃত বিরোধী প্রার্থী, জানালেন রোমহর্ষক অভিজ্ঞতার কথা
স্থানীয় সূত্রে খবর, সোদপুর সুখচরে এক বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করা এবং বিনা ‘সার্চ ওয়ারেন্ট’-এ তাঁদের বাড়িতে ঢুকে আলমারি থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে খড়দা থানার এসআই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দম্পতি।

Baruipur Fire Incident : বারুইপুরে আগুনে পুড়ে ছাই গোটা প্লাস্টিক কারখানা, পুজোর মুখে সংকটে ৩ হাজার পরিবার
অভিযোগ শোনার পর ব্যারাকপুর আদালতের বিচারক ক্ষুব্ধ হন। তাঁর প্রশ্ন, কী ভাবে ওই তদন্তকারী অফিসার তাঁর উপরমহল অথবা আদালতের অনুমতি ছাড়া বৃদ্ধা লেখা মুখোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করলেন?’ বিচারক আরও জানান, কেন এফআইআর কপিতে ৪০৬ ধারার উল্লেখ করেননি তদন্তকারী অফিসার? তিনি কি বেশি ক্ষমতা দেখিয়েছেন!’

Uttar 24 Parganas: ভয়াবহ ঘটনা! মোবাইল ছিনতাইয়ের পর ২ যুবককে গুলি দুষ্কৃতীর, আশঙ্কাজনক ১
এর পর আদালত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনারকে নির্দেশ দেন এই ঘটনার জন্য অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত গত জুন মাসে। ২৬ জুন সোদপুরের বাসিন্দা জনৈকা প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় তাঁর স্বামী রাহুল মুখোপাধ্যায়, শ্বশুর গৌতম মুখোপাধ্যায় এবং শাশুড়ি লেখা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে খড়দা থানায় বধূ নির্যাতনের অভিযোগ করেন।

Baruipur Fire Incident : ‘কী করে সংসার চালাব’? পুজোর আগে বিধ্বংসী আগুনে পুড়ল কপাল

ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে যান সাব-ইন্সপেক্টর। কিন্তু তদন্তের নামে তিনি বৃদ্ধ দম্পতির উপর ‘দাদাগিরি’ এবং তাঁদের বাড়ি লুটপাট করেছেন বলে অভিযোগে ওঠে। এমনকি, কোনও মামলা রুজু না করেই বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করে দেন বলে অভিযোগ। এর পর ওই দম্পতি পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
পুলিশ আধিকারিক অনাধিকার চর্চা করছেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি শোনার পর ক্ষোভ প্রকাশ করেন ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারক। অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। যদিও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্ত পুলিশ আধিকারিকের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *