West Bengal Assembly : সার্চ কমিটি গঠন নিয়ে বিধানসভায় বিল পেশ – bill presented in the assembly on the formation of the search committee


এই সময়: কলকাতা সহ রাজ্যের ৩১ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য বাছাইয়ে সার্চ কমিটি গঠনে অর্ডিন্যান্স আগেই জারি হয়েছিল। এবার সেই অর্ডিন্যান্সকে আইনি স্বীকৃতি দিতে রাজ্য বিধানসভায় বিল পেশ করা হলো। নয়া আইনে উপাচার্য বাছাইয়ের সার্চ কমিটিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকছেন না। তবে মুখ্যমন্ত্রীর একজন প্রতিনিধিকে রাখা হবে সেই কমিটিতে। আগামী শুক্রবার বিধানসভায় এই বিলের ওপর আলোচনা হওয়ার কথা।

CV Ananda Bose : এখনও কেন পদে? বোসের প্রশ্নে সুহৃতা
বিধানসভায় পেশ হওয়া ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ল সংশোধনী অর্ডিন্যান্স বিল ২০২৩’-এ স্পষ্ট বলা হয়েছে, সার্চ কমিটি এবার থেকে উপাচার্য পদে তিন থেকে পাঁচ জনের নাম সুপারিশ করতে পারবে। যাঁদের নাম সুপারিশ করা হবে তাদের অন্তত দশ বছরের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে যদি কারও দশ বছর কোনও প্রতিষ্ঠিত গবেষণা সংস্থা বা অ্যাকাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্থায় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকে তা হলেও চলবে।

CV Ananda Bose : নিয়োগে ভিন রাজ্যের এক্সপার্ট নতুন কী! প্রশ্ন
এই আইনে বলা হয়েছে, কারও মেয়াদ শেষ হওয়া বা ৬৫ বছর পূর্ণ হওয়ার পরে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই উপাচার্য হিসেবে এক বছর কাজ চালাতে পারবেন। বর্তমান আইনে ছয় মাস পর্যন্ত তাঁকে কাজ করার সুযোগ দেওয়া রয়েছে। এছাড়া সার্চ কমিটি গঠন করতে হবে পাঁচ জন সদস্য নিয়ে। আগে তিন জন সদস্য নিয়ে এই কমিটি তৈরি করা হত। এই কমিটিতে আবার ফিরিয়ে আনা হচ্ছে ইউজিসির প্রতিনিধিকে।

Mamata Banerjee : ধনখড়ও এমন করেননি! নিশানায় বোস
তাঁর সঙ্গে থাকছেন মুখ্যমন্ত্রী, আচার্য, রাজ্য উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধি ছাড়াও রাজ্য সরকারের প্রতিনিধি। তবে এদের মধ্যে আচার্যর প্রতিনিধিই সার্চ কমিটির চেয়ারম্যান হবেন। যদিও বর্তমান আইনে রাজ্যপালই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্যর দায়িত্ব পালন করে আসছেন। ইতিমধ্যেই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সার্চ কমিটিতে প্রতিনিধি না থাকায় তাদের আপত্তির কথা জানিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *