ChatGPT Job Losses Kolkata : ChatGPT-র কোপ এবার খাস কলকাতায়, চাকরি হারিয়ে দিশেহারা বঙ্গকন্যা – kolkata youth sharanya bhattacharya lost 90 per cent income for chatgpt


কৃত্তিম বুদ্ধিমত্তা বা ChatGPT নিয়ে নিত্য আলোচনা চলছে। একদিকে যেমন স্বল্প শ্রমেই হয়ে যাচ্ছে বহু কাজ, তেমনই প্রশ্ন উঠছে তবে কি এবার চাকরি হারাতে চলেছেন বহু মানুষ? এই নিয়ে নানা মুনির নানা মত। কিন্তু, ChatGPT-র কোপ এসে সরাসরি পড়ল কলকাতার এক তরুণীর উপর। প্রায় ৯০ শতাংশ আয় কমল তাঁর।

কথা হচ্ছে বছর ২২-এর বাঙালি কন্যা স্মরণ্যা ভট্টাচার্যের। ChatGPT-র জন্য একেবারে বদলে গিয়েছে তাঁর জীবন। স্মরণ্যা একটি বেসরকারি সংস্থার জন্য কপি রাইটার এবং এসইও অপটিমাইজিংয়ের কাজ করতেন। পড়াশোনার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই কাজ করতেন তিনি। কিন্তু, বর্তমানে তাঁর লেখালিখির কাজ উল্লেখযোগ্যভাবে কমেছে। আর আচমকাই এই কর্মহ্রাস প্রসঙ্গে এখনও পর্যন্ত সংস্থার তরফে নির্দিষ্ট কোনও বিবৃতি দেওয়া হয়নি।

AI Anchor Artificial Intelligence : খবর পাঠ AI Anchor-এর! বড় চমক বাংলার স্থানীয় সংবাদমাধ্যমের
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দেওয়ার তথ্য অনুযায়ী, কিছুদিন আগে পর্যন্ত এসইও অপটিমাইজ করার কাজ করতেন এই বাঙালি কন্যা। আর তা করেই মাসে প্রায় ২০ হাজার টাকা আয় করতেন তিনি। স্মার্টফোন ব্যবহার করেই মায়ের পাশে দাঁড়াতেন এই তরুণী। স্মরণ্যার মা বন্দনা পেশায় শাড়ি বিক্রেতা। এদিকে কাজ এবং পড়াশোনা বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছিলেন তিনি।

কিন্তু, ২০২২ সালের শেষের দিক থেকে স্মরণ্যার কাজ উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে। সংস্থার তরফে কোনও জবাব দেওয়া না হলেও ChatGPT-র জন্যই কাজ যাচ্ছে তাঁর মনে করছেন স্মরণ্যা। এদিকে এই তরুণীর পাশাপাশি ভুগতে হচ্ছে তাঁর পরিবারকেও। স্মরণ্যায় আয় প্রায় ৯০ শতাংশ কমে গিয়েছে। ফলে খাওয়া-দাওয়া থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্যও চিন্তায় পড়তে হয়েছে তাঁর পরিবারকে।

AI Layoff: পুরুষ নয় AI-এর জন্য বেশি ক্ষতিগ্রস্ত হবেন মহিলারা! যেতে পারে কয়েক কোটি চাকরি?
জানা গিয়েছে, স্মরণ্যা এই মুহূর্তে বায়োলজিক সায়েন্স নিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে পড়াশোনা করছেন। চাকরি হারানোর ভয় কুরে কুরে খাচ্ছে এই তরুণীকে।

স্মরণ্যা বলেন, “আমার কাজ কমতে থাকায় ভেঙে পড়ি মানসিকভাবে। প্যানিক অ্যাটাকও শুরু হয়। গত কয়েক মাস আমার জীবনে একটা বড় ঝড় বয়ে গিয়েছে।” AI অর্থাৎ কৃত্তিম বুদ্ধিমত্তা বাজারে এলে বহু মানুষের চাকরি চলে যাবে, এই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

AI Technology : প্রযুক্তির বিড়ম্বনা! গুছিয়ে ফ্লার্ট, চ্যাটজিপিটির তুতো ভাইয়ের প্ররোচণায় আত্মঘাতী যুবক!!
উল্লেখ্য, স্মরণ্যার এই ঘটনা রীতিমতো উদ্বেগে ফেলছে অন্যান্যদের। সম্প্রতি ChatGPT-র ব্যবহারে বহু মানুষের কাজ হারানোর আশঙ্কা করেছিলেন অনেকেই। এই ঘটনার পর সেই আশঙ্কা আরও জোরাল হল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *