পঞ্চায়েত বোর্ড গঠনের ভোটাভুটিতেও ছাপ্পা, অভিযুক্ত তৃণমূলকে আটকাতে গিয়ে আক্রান্ত BJP নেতা


পঞ্চায়েত বোর্ড গঠনের মাঝেই অশান্তির খবর জেলায় জেলায়। বোর্ড গঠনের ভোটাভুটিতেও ছাপ্পা দেওয়ার অভিযোগ। ছাপ্পায় বাধা দিতে গেলে এক BJP মণ্ডল সভাপতিকে মারধর করা হয় বলেও অভিযোগ। শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে।

Panchayat Board 2023: অভিষেকের হুঁশিয়ারিই সার, ঘর বাঁচাতে বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতে পুরনো পন্থা তৃণমূলের
স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন কালীন তুমুল অশান্তি বাধে। বোর্ড গঠনেও ছাপ্পা হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ছাপ্পা দিতে বাধা দেওয়ায় মারধরের অভিযোগ। ঘটনায় পা ভাঙল BJP মণ্ডল সভাপতির। জখম BJP মণ্ডল সভাপতি নাম গণেশ সরকার। অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীরা তাঁর পায়ে ধারালো অস্ত্রের কোপ দেওয়ায় পা ভেঙে যায়। আহত অবস্থায় তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর পায়ের অস্ত্রোপচার হয়।

Panchayat Election 2023: &amp#39;নির্বাচনে যাঁদের দিয়ে ভোট লুঠ করানো হয়েছিল, মুখ বন্ধ করতে অন্য জায়গায় বদলি!&amp#39; বড়জোড়া মামলায় সরব CPIM নেতা
জানা গিয়েছে, রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ২৭ টি আসনের মধ্যে BJP ১৩, তৃণমূল ১৩ এবং একটি আসন কংগ্রেস পায়। এদিন বোর্ড গঠনের জন্য সেখানে গোপন ব্যালটে ভোটাভুটি চলছিল। অভিযোগ, তৃণমূলের সদস্যরা একাধিক ভোট দেওয়ায় গণ্ডগোল বাধে। এরপরই গণেশ সরকার নামে ওই BJP নেতার পায়ে ধারালো অস্ত্রের আঘাত করা হয় বলে অভিযোগ৷

Dakshin Dinajpur News : ট্রাফিক পুলিশের ভূমিকায় রাস্তায় শিক্ষকরাই, জেলার একাধিক স্কুলে &amp#39;বেহালা আতঙ্ক&amp#39;
একাধিক ভোট দেওয়ার প্রতিবাদ করাতেই তাঁকে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় বলে অভিযোগ BJPর৷ যদিও মারধরের কথা অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল জেলা সহ-সভাপতি সুভাষ চাকী জানান, মারধরের কোনও ঘটনা ঘটেনি। এলাকায় নিজেদের মধ্যে হুড়োহুড়িতে মধ্যে তিনি পড়ে যান। পড়ে গিয়ে তার পায়ে আঘাত লেগেছে৷
আহত BJP মণ্ডল সভাপতি গণেশ সরকার জানান, আমরা বিডিও সাহেবকে জানিয়েছিলাম শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অশান্তি শুরু হয়। তৃণমূলের লোকজন বোর্ড গঠনের ভোটাভুটিতে ছাপ্পা দিচ্ছিল। আমি সেটা বাধা দিতে গেলেই আমার উপর আক্রমণ করে। আমার পায়ে আঘাত করা হয়।

Panchayat Election Violence : ‘চুল্লু খেয়েও তৃণমূলকে ভোট দিলো না’! ভোট-পরবর্তী ‘সন্ত্রাস’!

তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানান, নিরাপত্তার বেষ্টনীতেই এই পঞ্চায়েত বোর্ড গঠনের ভোটাভুটি হয়েছে। কোনও ধ্বনি ভোট না করে গোপন ব্যালটের মাধ্যমে ভোট করা হয়েছে। কাউকে মারধর করা হয়নি বলে দাবি করেন তিনি।
যদিও, BJP জেলা সম্পাদক গৌতম রায় জানান, এখানে গোপনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু, ভোট হওয়ার পর থেকেই তৃণমূলের সদস্যরা একজন দু-তিনজনের ভোট দিতে শুরু করে। সেটা প্রকাশ্যেই হতে থেকে। আমাদের তরফ থেকে বিষয়টির প্রতিবাদ জানানো হয়। আমাদের এক কর্মীকে মারধর করা হয়েছে। এভাবে বোর্ড গঠনের কাজ বানচাল করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *