JU Student Death : স্বপ্নদীপের বাবাকে ফোন মুখ্যমন্ত্রীর, ভবিষ্যতের জন্য দিলেন নম্বর সেভ করার পরামর্শ – cm mamata banerjee has talked to ju died student swapnadeep kundu family


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর বাড়িতে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃস্পতিবারই মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন বলে জানান স্বপ্নদীপের বাবা। মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত ছাত্রের বাবাকে ফোন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘স্বপ্নদীপকে আমরা ফেরত এনে দিতে পারবো না। তবে এই ঘটনা একদম নিন্দনীয়। আমার তদন্ত চাইছি, এবং সঠিক তদন্ত হবে।’ একইসঙ্গে স্বপ্নদীপের ভাইয়ের ব্যাপারেও খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনও সমস্যা হলে সেটাও দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। যে নম্বর থেকে ফোন এসেছিল, মুখ্যমন্ত্রী সেটা সেভ করে রাখতে বলেছেন বলেও জানাচ্ছে স্বপ্নদীপের পরিবার।

বাম ছাত্র সংগঠনকে আক্রমণ তৃণমূলের
এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। এবার ঘটনার বামেদের নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের। আর সেই পোস্টই দেখা গেল কুণাল ঘোষের ফেসবুক ওয়ালেও। পোস্টে লেখা, ‘সুদূর গ্রাম থেকে কলকাতায় পড়তে আসা অসহায় পড়ুয়ার নির্মম হত্যার বিচার চাই। হিংস্র বাম হায়নাদের সর্বোচ্চ সাজা চাই।’ আর সেই পোস্টের কমেন্ট বক্সে এসেছে মিশ্র প্রতিক্রিয়া।

Jadavpur University Student Death : ‘খুনির নাম বাম ছাত্র সংগঠন…’, যাদবপুরে ছাত্রের রহস্যমৃত্যুতে দেবাংশুর পোস্টে বিতর্ক
প্রসঙ্গত, দিন কয়েক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষামহলে। ব়্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে তাঁর, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। ঘটনায় ইতিমধ্যেই সৌরভ চৌধুরী নামে যাবদপুরের এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও সৌরভকে ফাঁসানো হয়েছে বলে দাবি তাঁর বাবা-মায়ের।

Jadavpur University News : ‘প্রশাসনিক মদতে র‌্যাগিং’, আক্রমণ সুকান্তর, পালটা শিক্ষামন্ত্রী ব্রাত্য
এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই ছড়িয়েছে রাজনৈতিক তরজা। প্রথম থেকেই বামেদের নিশানা করতে শুরু করে রাজ্যের শাসকদল। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে লেখেন, ‘যাদবপুরের ভাইটাকে নিয়ে আলোচনা নেই। টিভিতে বিতর্ক নেই। প্রতিবাদ নেই..মিছিল নেই! কারণ? খুনির নাম বাম ছাত্র সংগঠন।’ পরে ফেসবুকে তিনি আরও লেখেন, ‘একটি স্বপ্নদীপকে ওরা নিভিয়ে দিতে পারে। তবু হাজার হাজার স্বপ্নের দীপ আমরা জ্বালবো.. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র নিন্দা জানাই। দোষীদের সর্বোচ্চ সাজা চাই।’ সঙ্গে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের পোস্টটিও শেয়ার করেন তিনি। এমনকী নিজের ফেসবুক অ্যাকাউন্টের ছবিতেও দলের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের পোস্টটি-ই সেট করেছেন তিনি। আর এবার সেই পোস্টটি দেখা গেল কুণালের ওয়ালেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *