গণতন্ত্রের ‘হত্যা’র প্রতিবাদ, শ্রাদ্ধানুষ্ঠান করে ভোজনের আয়োজন দুর্গাপুর পুরসভায়


Durgapur Municipal Corporation-র পুরভোট নিয়ে অভিনব প্রতিবাদের আয়োজন প্রদেশ কংগ্রেসের। দুর্গাপুরে গণতন্ত্রের বিদেহী অতৃপ্ত আত্মার শ্রাদ্ধানুষ্ঠান ও প্রায়শ্চিত্ত অনুষ্ঠান। খাওয়ানো হল মধ্যাহ্নভোজন। পুরো বিষয়টিকে নাটক বলে আখ্যা তৃণমূল কংগ্রেসের। দুর্গাপুর পুরসভার মেয়াদ শেষ হয়েছে এক বছর আগে। তবুও নির্বাচন হয়নি। ছ’ বছর আগে পুরভোটে ব্যাপক রিগিং, হিংসায় মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল বলে অভিযোগ। আর তাই ওই বছর গণতন্ত্রকে হত্যার অভিনব প্রতিবাদে সরব হল শিল্পাঞ্চল কংগ্রেস নেতৃত্ব।

WB Child Rights Commission : স্কুল পড়ুয়াদের গাঁজা বিক্রি, রিপোর্ট চায় শিশু কমিশন
রবিবার দুর্গাপুরে গণতন্তের বিদেহী অতৃপ্ত আত্মার মুক্তি কামনায় শ্রাদ্ধানুষ্ঠান ও প্রায়শ্চিত্ত করল কংগ্রেস নেতৃত্ব। এমনকি শ্রাদ্ধানুষ্ঠানের পর আগত অতিথিদের পাত পেড়ে মধ্যাহ্নভোজন করানো হল। উল্লেখ্য, গত ২০১৭ সালের ১৩ অগাস্ট পুরনির্বাচনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে শিল্পশহর দুর্গাপুর।

Suvendu Adhikari : &amp#39;ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট লাগিয়ে সততা প্রমাণ করুন&amp#39;, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর
শহরের বিভিন্ন ওয়ার্ডে বুথ দখল করে বহিরাগতদের দিয়ে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। বেলা গড়াতে বেশ কিছু ওয়ার্ডে বোমাবাজি ও গুলি চলতে শুরু হয়। দুর্গাপুর ১৩ নং মেনগেট ও ৩৪ নং ওয়ার্ডে বহিরাগতদের তাণ্ডবের প্রতিবাদে বিজেপি জাতীয় সড়ক অবরোধ করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করলে রণক্ষেত্রের চেহারা নেয়।
ভোট দিতে না পারায় ক্ষুব্ধ বাসিন্দারা ৩৪ নং ওয়ার্ডে ৪০৪ নং বুথে ভাঙচুর চালায়। শাসকদলের রিগিংয়ের প্রতিবাদে ভোট গণনা বয়কট করে বিজেপি, সিপিএম ও কংগ্রেস। অভিযোগ, বহিরাগত দিয়ে ব্যাপক রিগিং ও ভোট লুট হয়েছে। ভোটারদের বুথমুখো হতে দেয়নি শাসকদল। গনতন্ত্রকে হত্যা করা হয়েছিল।

Durgapur News : &amp#39;রাহুলজির মহব্বত কা দুকান&amp#39;-এ টমেটো ৪০, আদা ৭০ টাকা কেজি! সবজির দাম নিয়ে প্রতিবাদ দুর্গাপুরে
রবিবার দুর্গাপুর স্টিল মার্কেটে পাঁচমাথা মোড় সংলগ্ন এলাকায় পুরভোটে গনতন্ত্রের শ্রদ্ধানুষ্ঠান ও প্রয়াশ্চিত্ত করল কংগ্রেস কর্মীরা। নিয়ম মেনে হয় শ্রাদ্ধানুষ্ঠান। একইসঙ্গে প্রায়শ্চিত্ত করা হয়। কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, ‘ছয় বছর আগে রাজ্যে শাসকদল তৃণমূলের নেতৃত্বে দুর্গাপুরের বুকে পুর নির্বাচনে গণতন্ত্রকে ধর্ষন করে হত্যা করা হয়েছিল।’ এর প্রায়শ্চিত্ত করা হল। যাতে আগামীদিনে সুষ্ঠ ও শান্তি শৃঙ্খলভাবে দুর্গাপুরে পুর নির্বাচন হয়।’

BJP MP Ahluwalia Video : পথচারীকে ধাক্কা মেরে চলে গেলো সংসদের গাড়ি!

শ্রাদ্ধানুষ্ঠানের পর মধ্যাহ্নভোজন করানো হয়। তাতে লুচি, ছোলার ডাল, সব্জি, চাটনি, পাঁপড়, মিষ্টি, বদেঁ, দই সবই ছিল মেনুতে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী প্রকাশ্য জনসভায় গণতন্ত্রকে হত্যা করানোর বাধ্য করা হয়েছিল বলে স্বীকার করে নেন।
যদিও এদিন কংগ্রেসের এই শ্রাদ্ধানুষ্ঠান ও প্রায়শ্চিত্ত প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী বলেন, ‘সেদিনের কংগ্রেসের বিধায়ক বিশ্বানাথ পাড়িয়াল এখন তৃণমূলে। তার উপর তৃণমূল, সিপিএম সব একসঙ্গে প্লেনে চড়ে দিল্লীতে ইন্ডিয়া জোট করছে। তারপরও শ্রদ্ধানুষ্ঠান করা মানে তৃণমূলের পাপের প্রায়শ্চিত্ত করছে কংগ্রেস।’ আবার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্ডিলার রমাপ্রসাদ হালদার কটাক্ষ করে বলেন,” দুর্গাপুরে যেভাবে উন্নয়ন হয়েছে, তাতে কোন ইস্যু নেই বিরোধীদের। তাই প্রচারে আসতে এসব নাটক করছে কংগ্রেস।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *