Sukant Majumder : ‘বিচারের দাবিতে ধরনায় বসছে BJP’, যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ঘোষণা সুকান্তর – sukant majumder announces bjp sitting on dharna due to jadavpur student death


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রের রহস্যমৃত্যুর সঠিক বিচারের দাবিতে এবার পথে নামতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল BJP। এদিন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘ওই ছাত্রকে হস্টেলের তিনতলা থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। হস্টেলে মানা হয়নি UGC গাইডলাইন। হস্টেল ও ঘটনাস্থল পরিদর্শন করে এমনটাই দাবি করেছে শিশু সুরক্ষা কমিশন।’

এই বিষয়ে সুকান্ত বাবুর বক্তব্য, ‘এই ঘটনা নিয়ে যত নিন্দা করা যায় সেটাই কম। রাজ্য শিশু কমিশনের যে ঘুম ভেঙেছে এটা দেখে আমাদের ভালো লাগছে। ছাত্রদের জন্য সুরক্ষিত ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় চত্ত্বর, এই দাবি নিয়ে আগামী ১৬ আগস্ট থেকে ৩ দিনের ধরনা কর্মসূচি শুরু করতে চলেছি আমরা। স্থান যাদবপুর 8B বাস স্ট্যান্ডের সামনে। প্রয়োজনে দিন বাড়তেও পারে। আমাদের প্রতিবাদ চলছে এই ঘটনা নিয়ে। এইভাবে একজন গরীব ঘরের তরতাজা প্রাণ চলে গেল এটা হতে দেওয়া যায় না।’

Sukanta Majumdar JP Nadda : নজরে লোকসভা নির্বাচন! নাড্ডার সঙ্গে সাক্ষাৎকারে কী আলোচনা সুকান্তর?
এদিন নিউ ব্যারাকপুর নব ওরাকান্দি হরিগুরুচাঁদ মন্দিরে পুজো দেওয়া জন্য এবং মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে সামনাসামনি কথা বলার জন্য এসেছিলেন সুকান্ত মজুমদার। তাঁর কর্মসূচি সেরে ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বকেয়া DA নিয়ে শহীদ মিনারের লড়াই ৬ মাস পার, ২০০ তম দিনে কালা দিবস পালন সংগ্রামী যৌথ মঞ্চের।

BJP Leader Death : ছেলের মৃত্যু রাজনৈতিক! সুকান্তকে ফোন করে CBI তদন্ত চাইলেন মৃত সুদীপের বাবা
এই নিয়ে সুকান্ত বাবু বলেন, ‘DA ওনাদের তবেই মিলবে যেদিন BJP সরকার আসবে। তার আগে DA কেউ দিতে পারবে না। তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী তো ভাইপোকে নিয়ে ব্যস্ত। ভাইপো গেল বিদেশে। তাঁর স্ত্রীও গেল। টাকা পয়সা অনেক খরচ হচ্ছে। DA কোথা থেকে দেবে।’

Jadavpur University News : ‘প্রশাসনিক মদতে র‌্যাগিং’, আক্রমণ সুকান্তর, পালটা শিক্ষামন্ত্রী ব্রাত্য
কেন্দ্রের টাকার অপব্যবহার হচ্ছে এই রাজ্যে, সুকান্ত বাবু এই নিয়ে বলেন, ‘রাজ্যে সর্বশিক্ষা অভিযানে শিক্ষকদের অন্যান্য রাজ্যের তুলনায় কম মাইনে দেওয়া হয়।
তাহলে মাইনের টাকা যাচ্ছে কোথায়? নিয়ম হচ্ছে কেন্দ্র ১০০ টাকার মধ্যে ৬০ টাকা দেবে,আর রাজ্য ৪০ টাকা দিয়ে মাইনে দেবে। কিন্তু এখানে রাজ্য তার ভাগের টাকাতো দিচ্ছেই না, উলটে কেন্দ্র যে টাকাটা দিচ্ছে তা থেকে কেটে ব্যাগ, মিড ডে মিল, সাইকেল, জুতো এইসব দিচ্ছে। শিক্ষকদের কাছ থেকে টাকা কেটে দিচ্ছে। এগুলো রাজ্যের নিজের টাকা থেকে দেওয়ার কথা।রাজ্য নিজের রোজগারের টাকা থেকে দিক,কেন্দ্রের দেওতা শিক্ষকদের টাকা থেকে কেন দেবে? যারা শিক্ষক পার্শ্ব শিক্ষক যারা কাজ করছে তারাতো মাইনে পাচ্ছে না, তাদের অধিকার পাচ্ছে না।’

তাই আগামী দিনে কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে তাতে শিক্ষকরা উপকৃত হবে বলে মনে করেন সুকান্ত মজুমদার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *