Siliguri News : বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার মহিলার দেহ, হাড়হিম করা ঘটনা শিলিগুড়িতে – woman body recovered from closed flat in siliguri


বাইরে থেকে বন্ধ ছিল দরজা। আর ভিতর থেকে উদ্ধার হল মহিলার মৃতদেহ। শিলিগুড়িতে একটি ফ্ল্যাটে এক মহিলাকে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল অরবিন্দপল্লী এলাকায়। শনিবার অরবিন্দপল্লীতে একটি ফ্ল্যাট থেকে সোমা সরকার (৫১) নামে এক মহিলার দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে একাই থাকতেই সোমা সরকার। স্বামী মারা গিয়েছেন। আর মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।

তিনি মাটিগাড়ায় একটি ফ্ল্যাটে থাকেন। শনিবার সকাল থেকে সোমা সরকারকে মোবাইলে ফোন করছিলেন তাঁর মেয়ে। কিন্তু ফোন ধরেননি সোমা দেবী। এরপরই প্রতিবেশী একজন ফ্ল্যাটের মহিলাকে একটু খোঁজ নিয়ে দেখতে বলেন তাঁর মেয়ে। ওই মহিলা ফ্ল্যাটে যেতেই দেখেন যে দরজা বাইরে থেকে বন্ধ।

Uttar 24 Parganas News : ফ্ল্যাটে স্ত্রী-মেয়েকে খুন! মধ্যমগ্রামে ট্রেনের সামনে ঝাঁপ মেরে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী
এরপর দরজা খুলে তিনি ভিতরে যান। ভিতরে যেতেই দেখেন ওই মহিলার দেহ বিছানায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের বাসিন্দাদের ও মহিলার মেয়েকে জানান। এরপর খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ওই ফ্ল্যাটে পৌছয়। মহিলার মেয়ে পুলিশকে জানিয়েছেন, আলমারিতে জিনিস ওলটপালট অবস্থায় ছিল।

ঘটনার কথা জানাজানি হতেই আবাসনের সামনে ভিড় জমে যায় বাসিন্দাদের। এদিকে ঘটনার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থেকে ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়। তাঁরা এসে দেহ পরীক্ষা করেন ও বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়। শিলিগুড়ি থানা সূত্রে খবর মহিলার গলায় একটি দাগ পাওয়া গিয়েছে।

Kolkata News : প্রেমিকের ছুরির কোপে ধরাশায়ী মহিলা, বাঁচাতে ছুটল প্রাক্তন স্বামী! টালিগঞ্জে হইচই
ঘরে ফ্রিজের কাছ থেকে দড়ি উদ্ধার হয়েছে। মহিলাকে খুন করা হয়েছে বলেই মনে করছে পুলিশ। দুপুরে দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল দেহের ময়নাতদন্ত হবে। এদিকে মহিলার বুটিকের ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে। ফ্ল্যাটে কে বা কারা ঢুকেছিল তা খোঁজ করতে শুরু করেছে পুলিশ।

রুম্পি ভাওয়াল নামে এক প্রতিবেশী মহিলা বলেন, ‘আমাকে তাঁর মেয়ে ফোন করার পর ফ্ল্যাটে যাই। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে লাগানো ছিল। ভিতরে যাওয়ার পর দেখি বিছানায় দেহ পড়ে রয়েছে। দেখেই আমার ভয় ধরে যায়। সঙ্গে সঙ্গে বেরিয়ে আবাসনের বাকি লোকজনদের ডাকি। তাঁরা পুলিশকে খবর দেন। আমিও সোমা দেবীর মেয়েকে সঙ্গে সঙ্গে চলে আসতে বলি।’

South 24 Parganas News : পরকীয়া জড়িয়ে মহিলার রহস্যমৃত্যু, পরিবারকে না জানিয়েই সৎকারে নিয়ে গেল প্রেমিক! ধুন্ধুমার আমতলাতে
ওই আবাসনের আরও এক বাসিন্দা বলেন, ‘আমরা কোনোদিন সোমা দেবীকে কারোর সঙ্গে ঝগড়া করতে শুনিনি। তাঁর মতো একজন সাধারণ মহিলাকে কি করে কেউ খুন করতে পারে, এই বিষয়টি মাথায় ঢুকছে না।’ মহিলার ব্যবসায় কোনও গণ্ডগোল ছিল কিনা, খোঁজ নিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *