Kaustav Bagchi : ‘মুসলিম উপমুখ্যমন্ত্রী দেখতে চায় রাজ্যের সংখ্যালঘু মানুষ’, ফের সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক কৌস্তভ – congress leader kaustav bagchi explosive comments on social media against state government


রাজ্যে আজই ইমাম, মোয়াজ্জেমদের মাসিক ভাতা বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই আবার বিস্ফোরক হয়ে উঠলেন কংগ্রেসের নেতা কৌস্তভ বাগচী। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে মুসলিম সম্প্রদায়কে জড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে মুখে মুখে ভালোবাসার কথা বলে লাভ নেই মাননীয়া। অবিলম্বে রাজ্য মন্ত্রিসভায় একজন মুসলিম উপ মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রীকে শপথ নিতে দেখতে চায় এই রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষ।’ আর তাঁর এই পোস্টের পরেই বেড়েছে তীব্র গুঞ্জন।

INDIA Alliance : ‘দিল্লির স্বার্থে আর গিনিপিগ হতে রাজি না,’ ফেসবুকে বিস্ফোরক কৌস্তভ
উল্লেখ্য, রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায়ই সংখ্যালঘু ‘তোষণ’-এর অভিযোগ তোলেন বিরোধীরা। বিশেষ করে রাজ্যের প্রধান বিরোধী দল BJP। কিন্তু কংগ্রেসকে কখনই এই বিষয়টি নিয়ে সুর চড়াতে দেখা যায়নি।


আর আজ মুখ্যমন্ত্রীর ভাতা বৃদ্ধির ঘোষণার পরই কৌস্তভের এমন পোস্টে গুঞ্জন বড় হচ্ছে। যদিও তাঁর এই পোস্টে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সায় আছে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ বিগত বেশ কয়েকদিন ধরেই কৌস্তভ বাগচী দলের বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করছেন।

Mamata Banerjee News: বাড়ছে ভাতা, ইমাম-মোয়াজ্জিনরা পাবেন সরকারি প্রকল্পে লোনও! ঘোষণা মমতার
আর যা নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যথেষ্ট ক্ষুব্ধ বলেই জানা গিয়েছে। দলের বিরুদ্ধেই কার্যত ডোন্ট কেয়ার ভাব দেখা যাচ্ছে কৌস্তভের মধ্যে। এই বিষয়ে তিনি জানিয়েছেন, দল যদি ব্যবস্থা নেয় তাহলে ডোন্ট কেয়ার। কিছুদিন আগেই তার একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায়।

BJP বিরোধী জোট I.N.D.I.A-তে TMC-এর সঙ্গে এক সারিতে কংগ্রেসের অবস্থান কোনও ভাবেই মানতে পারেননি এই কংগ্রেস নেতা। ফেসবুকে নিজের দলের সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনা করে তিনি লিখেছিলেন, ‘দিল্লির স্বার্থে আর গিনিপিগ হতে রাজি না। তৃণমূল আমাদের চোখে চোর ছিল, আছে ও থাকবে।’

INDIA Alliance : দিল্লিতে ৭টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত কংগ্রেসের, কী প্রতিক্রিয়া আপের?
কৌস্তভের সেই পোস্টের পর জলঘোলা কম হয়নি। সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনোভাবেই জোট হতে দেব না। বাংলার মানুষের স্বার্থে কথা বলার জন্য দল থেকে তাড়িয়ে দিলেও পরোয়া করি না।’

আর তারপর আজ তাঁর মুখ্যমন্ত্রীকে বিঁধে এই ধরনের পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়াচ্ছে। পরপর এই ধরনের বিস্ফোরক পোস্ট করেই চলেছেন তিনি। আর এই ঘটনার পর এবার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় কিনা, সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *