মালগাড়িতে গিয়ে সজোরে ধাক্কা লরির! হুলস্থুল কাণ্ড ফরাক্কায়, ব্যাহত যান চলাচল


নিয়ন্ত্রণ হারিয়ে লরি গিয়ে সোজা ধাক্কা মারল মালগাড়িতে। Farakka Bridge ডাউন রেললাইনে হুলুস্থুল কাণ্ড। লরিটি রেল লাইনের সামনে চলে যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসেন CISF এবং পুলিশ কর্তারা।

Malda Extra Marital Affairs: &amp#39;জিলে আপনি জিন্দেগি…&amp#39;, পরকীয়ার সালিশি সভায় প্রেমিকের হাতেই স্ত্রীকে তুলে দিলেন স্বামী
জানা গিয়েছে, রেল লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে চৌদ্দ চাকার একটি লরি সজোরে ধাক্কা মারে। ইমারজেন্সি ব্রেক করে মাল গাড়ি চালক ডাউন লাইনে উপর দাঁড়িয়ে যায়। মালদা থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল মালগাড়িটি। চৌদ্দ চাকা লরিটিও মালদা থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। ফরাক্কা থেকে মালদার দিকে একটি ট্রাক্টর আসছিল 14 চাকার লরিটি ব্রিজের উপর দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রাক্টরটিকে ধাক্কা মারে।

Ganges Erosion : গঙ্গার তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল বাঁধ, বানভাসি হওয়ার আশঙ্কায় মালদার লক্ষাধিক মানুষ
এরপরেই তার গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্রিজের রেলিং ভেঙে দিয়ে ডাউন মাল গাড়িতে সজরো ধাক্কা মারে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকাতে তীব্র যানজটের সৃষ্টি হয় চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে যান সিআইএসএফের ও পুলিশ কর্তারা। লরিটি রেলিং ভেঙে ডাউন রেললাইনের ট্রাকে এর সামনে গেলে গেলে তখন ডাউন রেল লাইন মালদা থেকে ফরাক্কার ব্রিজের দিকে যাওয়ার সময় মাল গাড়ির ইঞ্জিনটি লরিটি ধাক্কা মারে।

Calcutta High Court : &amp#39;বাড়ির মেয়ে হলে এই সওয়াল করতে পারতেন&amp#39;, প্রশ্ন কোর্টের
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার ভোরে মালদা থেকে ফারাক্কার দিকে চোদ্দ চাকা লরি যাওয়ার সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ রাখতে পারেনি। নিয়ন্ত্রণ না রাখতে পেরে ব্রিজের রেলিংয়ের রেলিং ভেঙে ডাউন রেললাইনের সামনে চলে যায়। তখনই মালদা থেকে ফরাক্কার দিকে একটি মালগাড়ি যাচ্ছিল। ফারাক্কা ব্রিজের উপর দিয়ে তখনই মালগাড়ির ইঞ্জিন সামনে চলে আসে। ১৪ চাকার লরিটি ধাক্কা মেরে পরপর মাল গাড়ি ছটি বগি ঘেঁসে চলে যায়।

Bankura Train Accident: বাঁকুড়ায় দুর্ঘটনা, বাতিল একাধিক ট্রেন

মাল গাড়ির চালক সঙ্গে সঙ্গেই এমার্জেন্সি ব্রেক করে দাঁড়িয়ে যায়। ডাউন রেল লাইনের উপরে মাল গাড়িটি দাঁড়িয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় সিআইএসএফ ও পুলিশকর্তারা। কিছুক্ষণ রেল ডাউন রেল লাইনে রেল চলাচল বন্ধ রাখে। পাশাপাশি ফরাক্কা ব্রিজের উপরে তীব্র যানজটের সৃষ্টি হয়। তারপর লরিটিকে রেললাইনের ধার থেকে ক্রেনের মাধ্যমে সরিয়ে আনা হয়। রেল চলাচল ডাউন রেল লাইনের দিয়ে স্বাভাবিক হয়। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। কী ভাবে এই ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *