Visva Bharati University Statement On Ragging Creates


পড়ুয়ামৃত্যুর পর চর্চার কেন্দ্রবিন্দুতে রাজ্যের পাঁচতারা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাংলার প্রথম বর্ষের পড়ুয়াকে র‌্যাগিং করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে বিস্তর আলোচনার মধ্যেই রাজ্যের আরও একটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেপথ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি নোটিশ। র‌্যাগিংয়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিবৃতি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বিবৃতিতে বাঙালিদের ভণ্ড ও কাঁকড়ার জাত বলে কটাক্ষ করা হয়েছে।

Jadavpur University News : যাদবপুরে আসছে না UGC-র প্রতিনিধি দল! বিশ্ববিদ্যালয়ের দাবি ঘিরে চর্চা
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে কার নামে উল্লেখ নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক ও পড়ুয়াদের দাবি, এই নোটিশের পিছনে রয়েছেন খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশ্বভারতীর মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জড়িয়ে রয়েছে, তার ওয়েবসাইটে ‘বাঙালি বিদ্বেষ’ নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রসঙ্গ টেনে ওই নোটিশে মুখ্যমন্ত্রী ও রাজ্যের পুলিশ প্রশাসনকেও নিশানা করা হয়েছে।

Jadavpur University Ragging Case : ‘র‌্যাগিং থেকে মদ-গাঁজা সবই চলত, কর্তৃপক্ষ জেনেও…’, বিস্ফোরক যাদবপুর হস্টেলের সুপার
চারপাতার ওই বিবৃতিতে যাদবপুরকাণ্ডের দোষীদের শাস্তির পাশাপাশি আরও এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বিবৃতির বয়ান অনুযায়ী, যাদবপুরের ঘটনা থেকে মোড় ঘোরাতেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে নিশানা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ভিউফার দাবি, এই বয়ান উপাচার্যেরই। কিন্তু ভয় পেয়ে তিনি নিজের নাম উল্লেখ করেননি। বিশ্ববিদ্যালয়ের কার্যকলাপে নিন্দায় সরব হয়েছেন প্রাক্তনী ও আশ্রমিকরা।

এই বিবৃতিকে কেন্দ্র করেই শুরু বিতর্ক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে বিশ্বভারতী প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘যাদবপুরের ছাত্রকে র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরে প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বাঙালিরা হঠাৎ করেই জেগে উঠেছে। বাঙালিদের দেরিতে ঘুম ভেঙেছে…. উটপাখি যেমন বালির নীচে মাথা রাখতে পছন্দ করে, ‘সোনার বাংলার’ বাঙালিদের উপলব্ধিও অনেকটা তেমনই… এঁরা প্রথম শ্রেণির হিপোক্রিট (ভণ্ড), প্রয়োজনের নিজের মতের বিরোধিতা করে। যে কোনও সময়ে ৩৬০ ডিগ্রি ঘুরে যায়। আসলে বাঙালিরা কাঁকড়ার জাত। বাঙালিরা জাতির অহঙ্কারে রামমোহন রায় ও বিদ্যাসাগের মতো ব্যক্তিদেরও দু’বার গালিগালাজ করতে ভাবে না।’

Jadavpur University Ragging Case : যাদবপুরকাণ্ডের ছায়া কাকদ্বীপে! স্কুল পড়ুয়ার ‘আত্মহত্যা’, চাঞ্চল্যকর দাবি বাবা-মায়ের
দুর্গাপুজো নিয়েও বিবৃতিতে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বিশ্বভারতী প্রকাশিত বিবৃতিতে। শান্তিনিকেতনের উপাসনাগৃহে আয়োজিত দুর্গাপুজো নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এদিনের বিবৃতিতেও দুর্গাপুজো নিয়ে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, ব্রিটিশদের খুশি করার জন্য দুর্গাপুজো ও ধর্মকে দূরে সরিয়ে রেখে মদ পরিবেশ করা হত এবং নাচিয়েদের নিয়ে নাচানো হত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *