Krishnanagar News : শিয়ালদা-কৃষ্ণনগর শাখায় রেল অবরোধ, ব্যাপক হয়রানি যাত্রীদের


সপ্তাহের কাজের দিনে শিয়ালদা মেইন লাইনে ফের ট্রেন অবরোধ। এবার অবরোধ শিয়ালদা-কৃষ্ণনগর শাখার মদনপুর লাইনে। ১২ কোচের ট্রেনের দাবিতে অবরোধ করেন নিত্যযাত্রী। ব্যস্ত সময়ে এই অবরোধের জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে মেইন লাইনের ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে বাড়তে থাকে ভিড়। যে ট্রেনগুলি মদনপুর ছাড়িয়ে শিয়ালদার দিকে এগিয়ে গিয়েছিল, সেগুলিতে বাড়তে থাকে নিত্যযাত্রীদের চাপ। কার্যত বাদুর ঝোলা হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে বাধ্য হন নিত্যযাত্রীরা।

এক অবরোধকারী বলেন, ‘৭টা ৪৩শে যে মেমু ট্রেন দেওয়া হয়, তাতে আমাদের প্রত্যেকের অসুবিধা হয়। ওঠা যায় না, গা-হাত-পা কেটে যায়। তিন দিন ধরে আমরা জানাচ্ছি। তার কোনও জবাব ওরা (রেল কর্তৃপক্ষ) দিতে পারছে না। আজ যদি না মেটান হয়, আমাদের দাবি চলছে চলবে।’ অবরোধকারীদের আরও দাবি ওই সময় মেমুর পরিবর্তে দিতে হবে ১২ বগির ট্রেন। আর গ্যালোপিং ট্রেনগুলকেও মদনপুরে স্টপেজ দিতে হবে। এই বিষয়ে রেল কর্তৃপক্ষের লিখিত প্রতিশ্রুতির দাবি জানাচ্ছেন তাঁরা।

Train Cancelled List : রামপুরহাট-চাতরা রুটে তৃতীয় লাইনের কাজের জন্য বাতিল একগুচ্ছ ট্রেন! ব্যাপক দুর্ভোগের আশঙ্কা
অপর এক অবরোধকারী বলেন, ‘৪০ থেকে ৪৫ মিনিট পরে ট্রেন। সেটাও মেমু দেওয়া হয়। আমাদের উঠতে অসুবিধা হয়, যেতেও অসুবিধা হয়। কাছড়াপাড়া থেকেই লোকে আর উঠতে পারে না, এতটাই ভিড় হয়। বাথরুম নোংরা, সেখানকার জল আসে, আমার দাঁড়াতে পারি না। গত শুক্রবার থেকে বলা হচ্ছে, বলার পরেও শোনেনি। মেমুটা বদলে দিতে হবে। আর অফিস টাইমে য়ে গ্যোলাপিং ট্রেনগুলো যায়, সেগুলিকে দাঁড় করাতে হবে।’

আরও এক অবরোধকারীর অভিযোগ, ‘গতকাল ট্রেনের মধ্যে কিছু বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। আমার বারবার করে অনুরোধ করছি, তারপরেও শুনছে না। রামপুরহাটে কাজ হচ্ছে, সেই কারণে স্টেশন মাস্টার বলে গেলেন, ২৮ তারিখ পর্যন্ত এই ট্রেন চলবে। কিন্তু আমরা এই কষ্ট সহ্য করতে পারছি না।’

Howrah Delhi Train : হাওড়া থেকে আরও কম সময়ে পৌঁছে যান দিল্লি! নেপথ্যে অন্ডালের পণ্যবাহী করিডর
প্রসঙ্গত, স্টেশনে ফুটব্রিজ সম্প্রসারণের দাবিতে গত জুলাই মাসে শিয়ালদা মেইন শাখার ব্যারাকপুরেও রেল অবরোধ করা হয়। সপ্তাহের কাজের দিনে সেই অবরোধে শিয়ালদা মেইন লাইনের ট্রেন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে। যার জেরে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হয় নিত্যযাত্রীরা। শিয়ালদা মেইন লাইনের আপ ও ডাউন শাখায় সমস্ত ট্রেনই বেশকিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। ফলে গন্তব্যে পৌঁছতে রীতিমতো নাজেহাল হতে হয় মানুষকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *