Monsoon Session Of Bengal Assembly : নির্জলা বিধানসভার একাংশ, অধিবেশন চলাকালীনই জলসংকট – there was no water in the washroom of suvendu adhikari chamber for seven to eight hours on tuesday during the assembly


এই সময়: বাদল অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন, মঙ্গলবার টানা সাত-আট ঘণ্টা নির্জলা থাকল বিধানসভার একাংশ। এ দিন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চেম্বারের ওয়াশরুম-সহ একাধিক জায়গায় বেসিনের কলে জল ছিল না বহুক্ষণ। দীর্ঘ সময় নির্জলা ছিল আরও একাধিক শৌচালয়। বিষয়টি আধিকারিকদের জানানোর পরও বেশ ক’ঘণ্টা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিধানসভায় জল সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দপ্তরের। দপ্তর সূত্রের খবর, বিধানসভার ছাদে জল সরবরাহের পাইপে গোলযোগ হওয়ায় দেখা দেয় বিপত্তি। সেই গোলমাল চিহ্নিত করতে কিছুটা সময়ে লেগেছে।

Trinamool Congress : তৃণমূলের সভাধিপতি পদে নতুন মুখের মিছিল
অধিবেশন চলার সময়েই এই খবর পৌঁছয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। বিস্মিতই হন তিনি। অধিবেশনের পরে নিজের ঘরে স্পিকার বলেন, ‘বিরোধী দলনেতার রুমে জল ছিল না, এটা আমাকে ওঁরা জানালেই পারতেন। অনেক সময়ে আমার এখানেও জল থাকে না। আমার বাড়িতেও জল থাকে না।’

Jadavpur Universitty Student Death : ‘ধৃত কাশ্মীরি পড়ুয়াকে রেসিডেন্সিয়াল দিল কে?’, যাদবপুরকাণ্ডে NIA-CBI টানলেন শুভেন্দু
বিজেপি পরিষদীয় দলের বক্তব্য, শুভেন্দু যতক্ষণ বিধানসভায় ছিলেন, তাঁর চেম্বারের ওয়াশরুম, একাধিক বেসিন-সহ কোথাও জল ছিল না। দুপুরের পর পূর্ত দপ্তরের কর্মীরা দফায় দফায় তাঁর চেম্বারের পরিস্থিতি দেখে যান। বিকেল পাঁচটা নাগাদ জল আসে শুভেন্দুর চেম্বারে। বিধানসভার লবির কাছে পুরুষদের শৌচালয়েও টানা বেশ ক’ঘণ্টা জল ছিল না। শাসক ও বিরোধী শিবিরের বিধায়করা ছাড়াও পুলিশকর্মী, বিধানসভার কর্মীরা সেটি ব্যবহার করেন। যার জেরে দিনভর সমস্যায় পড়েন অনেকে। দোতলার একাধিক ওয়াশরুমেও কয়েক ঘণ্টা জল ছিল না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *