১১৮ BDO-র কাজে ত্রুটি! জরুরি তলব নবান্নের


West Bengal Government Scheme-এর কাজে কোন কোন অঞ্চলে ত্রুটি রয়েছে? কেন উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়নের চিত্রটা খারাপ? সেই সমস্ত এলাকার BDO-দের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। আজ, বুধবার কলকাতায় সেই বৈঠক হতে চলেছে।

Kolkata Airport Metro : বিমানবন্দর থেকে কবে চালু মেট্রো? দিনক্ষণ ঘোষণা জেনারেল ম্যানেজারের
রাজ্যের পঞ্চায়েত দফতর সূত্রে খবর, মোট ১১৮টি ব্লকের BDO-দের নিয়ে এই বৈঠক করা হবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জেলা থেকেই বাছাই করে BDO দের ডাকা হয়েছে। রাজ্যের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলির পারফরম্যান্স এর গ্রাফ কোথায় নিম্নমুখী, সেই পর্যালোচনা করেই বৈঠকে বসছে সরকার।

Kolkata Police Anti Ragging Helpline Number : ব়্যাগিং রুখতে নতুন হেল্পলাইন নম্বর চালু কলকাতা পুলিশের, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা ও দুপুর ১টা নাগাদ সল্টলেকে শুভান্নতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মূলত, স্বনির্ভর গোষ্ঠী, পথশ্রী, পঞ্চদশ অর্থ কমিশন সহ চারটি বিশেষ প্রকল্প নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিডিওদের পাশাপাশি এই বৈঠকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন।

Government Land In Kolkata : জবরদখল উচ্ছেদ! বাইপাসের ধারে ৫২টি জমিতে মালিকানার সাইনবোর্ড লাগাল সরকার
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ২৩টি জেলা থেকেই BDO রা এই বৈঠকে ডাক পেয়েছেন। মোট ১১৮টি জনকে এই বৈঠকে ডাকা হয়েছে। উদাহরণ স্বরূপ, বাঁকুড়ায় জেলার ওন্দা, সোনামুখী, ইন্দপুর, হীরবাঁধ, ইন্দাস ও বাঁকুড়া-২ ব্লক, পুরুলিয়া জেলার আড়ষা, সাঁতুড়ি, রঘুনাথপুর-১, ঝালদা-২, পুরুলিয়া-১ প্রভৃতি ব্লক, হুগলি জেলার আরামবাগ, পুরশুড়া, খানাকুল-১, খানাকুল-২ ব্লকের বিডিওরা বৈঠকে উপস্থিত থাকবেন।
বিশেষ নজর দেওয়া হচ্ছে, পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল খরচ কোথায় কম করা হয়েছে? স্বনির্ভর গোষ্ঠী তৈরি, পথশ্রী প্রকল্পের কাজ কোথায় পড়ে রয়েছে, রাস্তা – পানীয় জলের কাজ আটকে রয়েছে কোথায় এবং কেন, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এদিনের বৈঠকে। সংশ্লিষ্ট প্রকল্পের কাজ বাস্তবায়নে জোর দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে।

Mamata Banerjee Durga Puja 2023 Video : ‘পুজোর অনুদান এবার হাফ করে দিই?’

অনেক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেই বেহাল রাস্তা, অপর্যাপ্ত পানীয় জল সরবরাহ ব্যবস্থা, নিকাশি নর্দমা পরিষ্কার থেকে শুরু করে একাধিক নাগরিক পরিষেবা নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে। সেইসব ব্লকের BDOদের সঙ্গে আলোচনা করে এই কাজ যত দ্রুত করা সম্ভব, সে ব্যাপারে এদিনের বৈঠকে আগামীর রূপরেখা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। কিছু জায়গায় প্রকল্পের কাজের জন্য বিডিওদেরও নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সেই সমস্ত সমস্যা নিরসনের ব্যাপারেও গঠনমূলক সমাধান তুলে আনার ব্যাপারেও এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রমোন্নয়ন দফতর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *