Bankura News Today : বাঁকুড়ায় আতঙ্ক বাড়াচ্ছে ডায়রিয়া! ৩ জনের মৃত্যু, মানতে নারাজ জেলা স্বাস্থ্যদফতর – diarrhea death and panic increasing in bankura district


বাঁকুড়ায় ডায়রিয়ায় প্রকোপ। ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন পঞ্চায়েত প্রধান। অসুস্থ আরও কয়েকজন। যদিও ডায়রিয়ায় ৩ জনের মৃত্যু হয়ে বলে মানতে রাজি নয় জেলা স্বাস্থ্যদফতর। ডেপুটি সিএমওএইচ ৩-এর দাবি ডায়রিয়ায় মৃত্যু হয়েছে ১ জনের। তবে এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে জেলাবাসীর মধ্যে।

রাজ্যর রুক্ষ ও শুষ্ক জেলাগুলির মধ্যে অন্যতম বাঁকুড়া। এই মরশুমে সেভাবে বৃষ্টিও হয়নি জেলায়। তবে ইতিমধ্যেই জেলার ছাতনা ব্লকের ছাতনা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তাঁতি পুকুর এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বলে দাবি এলাকাবাসীর। গত কয়েকদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন পঞ্চায়েত প্রধান-সহ স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, গত কয়েকদিনে পেট খারাপ ও বমির উপসর্গ নিয়ে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজন রোগীকে। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। এলাকাবাসীদের দাবি, পানীয় জল বা পুকুরে জল থেকেই অসুস্থ হচ্ছেন মানুষজন। ফলে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে তাঁদের।

Dengue Fever : ডেঙ্গিতে প্রথম মৃত্যু পশ্চিম বর্ধমান জেলায়! আতঙ্ক বাড়ছে আসানসোলেও
এদিকে ঘটনার খবর পেয়েই তৎপর হয়েছে জেলা স্বাস্থ্য দফতর। এলাকায় বসানো হয়েছে মেডিক্যাল টিম। সংগ্রহ করা হয়েছে পুকুর ও পানীয় জলের নমুনা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আরও বেশকয়েকজন। তাঁদের মধ্যে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ১ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মনসা পুজোর আগে থেকেই এলাকার কয়েকজন বমি ও পেট খারাপ নিয়ে ছাতনা সুপার স্প্যেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইতিমধ্যেই স্বাস্থদফতরের কর্মীরা গ্রামের প্রতিটি মানুষের উপর নজর রেখে চলেছেন। গ্রামবাসীদের প্রয়োজনীয় ওষুধ ও জল সরবরাহ করা হয় সরকারের তরফে। স্বাস্থ্যদফতরের এক কর্মী বলেন, ‘এখান থেকে জল সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি মানুষকে তাঁদের প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি সচেতনও করছি।’ স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অপর্ণা দত্ত বলেন, ‘আজকেও ১ জন মারা গিয়েছেন। এই নিয়ে ৩ জন মারা গেলেন। এখানে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছিল। জলের পরীক্ষা করা হয়েছে। একও রিপোর্ট আসেনি। টিউওয়েলে ব্লিচিংও দেওয়া হয়েছে। গ্রামের পুকুর ও ডোবাগুলি সংস্কারের কাজ শুরু হয়েছে। খাবার জলেরও ব্যবস্থা করা হচ্ছে।’

Coronavirus Disease : অল্পবয়সীদের অকাল মৃত্যুর জন্য করোনাই দায়ী? বলবে সমীক্ষা
যদিও ডায়রিয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে মানতে নারাজ জেলা স্বাস্থ্যদফতর। এই বিষয়ে জেলা স্বাস্থ্যদফতরের ডেপুটি সিএমওএইচ ৩ চিকিৎসক সজল বিশ্বাসের দাবি, ১ জনের মৃত্যু হয়েছে ডায়রিয়াতে। এই মুহূর্তে গ্রামটি আয়ত্বের মধ্যেই রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *