Siliguri News: ঠান্ডা মাথায় খুন-ডাকাতির পর দিব্যি চালাচ্ছিলেন দোকান, এত সূত্রেই রহস্য ফাঁস পুলিশের – siliguri police arrested accused in old woman murder case


ঠান্ডা মাথায় ফ্ল্যাটে ঢুকে প্রথমে চুরি ও পরে গৃহকর্ত্রীকে খুন। এমন নৃশংস কাণ্ডের পরেও দিব্যি ফ্ল্যাটের নীচেই ওষুধের দোকানে ব্যবসা করছিলেন যুবক। অথচ তাঁর ব্যবহার দেখে কেউ বুঝতেই পারেনি যে সেই যুবকই খুন করেছে ওই মহিলাকে। খুনের কয়েকদিন পরও দিব্যি দোকান খুলে নির্লিপ্তভাবে ব্যবসা করছিলেন যুবক। অপরাধের এমন নমুনা পেয়ে হতবাক সকলে।

গত শনিবার শিলিগুড়ির অরবিন্দপল্লীতে সোমা সরকার নামে এক মহিলাকে খুন করা হয়। ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। মহিলা একাই সেই ফ্ল্যাটে থাকতেন। বুটিকের ব্যবসা ছিল তাঁর। পুলিশ তদন্তে নেমে জানায়, মৃতার গলায় গভীর দাগ ছিল ও ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। যা দেখে পুলিশ বুঝে যায় যে মহিলাকে খুন করা হয়েছে। মহিলার আলমারি থেকে লক্ষাধিক টাকা ও সোনা গায়েব ছিল।
PG Doctor : বাগদা বধূহত্যা, ডাক্তারের বাবা-ভাইকেও গ্রেফতার

এদিকে মহিলার ফ্ল্যাটের নীচেই রাজীব মজুমদার নামে ওই যুবকের ওষুধের দোকান । ঘটনার আগের দিন রাতে তাঁর এক আত্মীয়কে ফোন করে তিনি বলেছিলেন যে রাজীব তার এক বন্ধুকে নিয়ে ফ্ল্যাটে শাড়ি দেখতে এসেছিল। যদিও অনলাইনে টাকা না আসায় চলে যায়। পরের দিন আসবে জানায়। সেই আত্মীয় পুলিশকে সে কথা জানিয়েছিল। যে কারণে পুলিশের আগে থেকেই সন্দেহ হয় রাজীবের উপর। যদিও তথ্য প্রমাণ না থাকায় দূর থেকে নজর রাখা হচ্ছিল তাঁর উপর। ওই ফ্ল্যাটে কোনও CCTV না থাকায় সূত্র খুঁজতে আরও অসুবিধায় পড়ে পুলিশ।
Dakshin 24 Pargana News : উত্তেজনায় কামড়, স্ত্রীয়ের ঠোঁট ছিঁড়ল স্বামী! বাসন্তীর ঘটনায় ছিঃ ছিঃ প্রতিবেশীদের

তদন্তে নেমে অন্ধকারে ঢিল ছুঁড়তেই মেলে সাফল্য। এরপরই ঘটনার দিন সকালে রাজীবের মোবাইল টাওয়ার লোকেশন সেই ফ্ল্যাটের কাছে পাওয়া যায়। বৃহস্পতিবার রাজীব মজুমদার ও তাঁর এক রোহিত ডাকুয়াকে শিলিগুড়ি থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে শনিবার সকালে দুইজন ফ্ল্যাটে যায়। মহিলাকে শ্বাসরোধ করে খুন করে টাকা ও সোনা চুরি করে। ডিসিপি অভিষেক গুপ্তা জানান, দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *