প্রসঙ্গত, গত সোমবার শিলিগুড়ির মাটিগাড়ায় এক স্কুল ছাত্রীকে খুনের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে মাটিগাড়া লেনিন কলোনি এলাকার বাসিন্দা এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিকেলে মাটিগাড়ায় খাপরাইল মোড় এলাকায় একটি পরিত্যক্ত জমিতে ওই স্কুল ছাত্রীর মাথা থেঁতলানো দেহ উদ্ধার হয়। ইট দিয়ে মেরে খুন করা হয় ওই ছাত্রীকে।
জানা যায়, রোজের মতো সেই দিনও স্কুলে গিয়েছিল ওই ছাত্রী। ছুটির পর স্কুল থেকে বের হয় সেএ। কিন্তু ৫টা বেজে গেলেও বাড়ি না আসায় চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। এদিকে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরেই রহস্যজনকভাবে উদ্ধার হয় ওই ছাত্রীর দেহ। স্থানীয় সূত্রে জানা যায়, এক স্কুল ছাত্র ঘটনাস্থলের সামনে দিয়ে যাওয়ার সময় আওয়াজ পায়। এরপর স্থানীয়রা গিয়ে দেখেন যে ছাত্রীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।
রাতেই মাটিগাড়া থানায় যান ডিসিপি, এসিপি ও এডিসিপি। থানায় নিহতের পরিবার ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্তারা। এরপর তদন্তে নেমে মাটিগাড়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করা পুলিশ। সিসি ক্যামেরার ফুটজে ওই স্কুল ছাত্রীর সঙ্গে এক যুবককে দেখা যায়। এরপরই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। মাঝরাতে মহম্মদ আব্বাস নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিকে এই ঘটনায় গত বুধবার অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আবার বৃহস্পতিবার ১২ ঘণ্টার বনধ পালন করে বিশ্ব হিন্দু পরিষদ।