Darjeeling Strike : শিলিগুড়িতে ছাত্রী খুনের প্রতিবাদে পাহাড়ে বনধ, গাড়ি ‘নেই’! ব্যাপক হয়রানি পর্যটকদের – strike in darjeeling and kalimpong against student murder in siliguri


ছাত্রী খুনের ঘটনায়, শিলিগুড়ির পর এবার পাহাড়ে বনধ। আজ দার্জিলিং ও কালিম্পংয়ে ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে। বনধের জেরে সকাল থেকে পাহাড়ের গাড়ি চলাচলে প্রভাব পড়েছে। গাড়ির সংখ্যা অনেকটাই কম দেখা যাচ্ছে। ফলে পাহাড় থেকে যেমন গাড়ি নামছে না, তেমনই শিলিগুড়ি থেকেও যানবাহন যাচ্ছে না। এর জেরে সমস্যায় পড়ছেন সাধারণ যাত্রী ও পর্যটকেরা। পাহাড় থেকে গাড়ি না নামায় পর্যটকদের সমস্যা বাড়ছে। যার ফলে সকাল থেকে প্রচুর পর্যটকদের অপেক্ষা করতে দেখা যাচ্ছে গাড়ির জন্য। যদিও সরকারি বাস চলাচল করছে। জিএনএলএফ, হামরো পার্টি ও সিপিআরএম-এর তরফে এই বনধকে সমর্থন করা হয়েছে। যদিও এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘এই সময় বনধ কাম্য নয়। পাহাড়ে এখন শান্তি রয়েছে। খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন।’

প্রসঙ্গত, গত সোমবার শিলিগুড়ির মাটিগাড়ায় এক স্কুল ছাত্রীকে খুনের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে মাটিগাড়া লেনিন কলোনি এলাকার বাসিন্দা এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিকেলে মাটিগাড়ায় খাপরাইল মোড় এলাকায় একটি পরিত্যক্ত জমিতে ওই স্কুল ছাত্রীর মাথা থেঁতলানো দেহ উদ্ধার হয়। ইট দিয়ে মেরে খুন করা হয় ওই ছাত্রীকে।

Siliguri News Today : যৌন নির্যাতনে বাধা দিতেই হত্যা? শিলিগুড়িতে স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার যুবক
জানা যায়, রোজের মতো সেই দিনও স্কুলে গিয়েছিল ওই ছাত্রী। ছুটির পর স্কুল থেকে বের হয় সেএ। কিন্তু ৫টা বেজে গেলেও বাড়ি না আসায় চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। এদিকে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরেই রহস্যজনকভাবে উদ্ধার হয় ওই ছাত্রীর দেহ। স্থানীয় সূত্রে জানা যায়, এক স্কুল ছাত্র ঘটনাস্থলের সামনে দিয়ে যাওয়ার সময় আওয়াজ পায়। এরপর স্থানীয়রা গিয়ে দেখেন যে ছাত্রীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।

Siliguri News Today : ছাত্রী খুনে শিলিগুড়িতে ১২ ঘণ্টার বনধ, রাস্তায় গাড়ি কম! দুর্ভোগে পর্যটকরা
রাতেই মাটিগাড়া থানায় যান ডিসিপি, এসিপি ও এডিসিপি। থানায় নিহতের পরিবার ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্তারা। এরপর তদন্তে নেমে মাটিগাড়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করা পুলিশ। সিসি ক্যামেরার ফুটজে ওই স্কুল ছাত্রীর সঙ্গে এক যুবককে দেখা যায়। এরপরই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। মাঝরাতে মহম্মদ আব্বাস নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিকে এই ঘটনায় গত বুধবার অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আবার বৃহস্পতিবার ১২ ঘণ্টার বনধ পালন করে বিশ্ব হিন্দু পরিষদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *