লিপস অ্যান্ড বাউন্সসের অফিসে লালবাজারের কর্তারা, বাজেয়াপ্ত কম্পিউটার Kolkata police at Leaps and Bounds office


বিক্রম দাস: এফআইআর দায়ের করা হয়নি এখনও। ইডির তল্লাশি বিতর্কে লিপস অ্যান্ড বাউন্সসের অফিসে কলকাতা পুলিসের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হল দুটি কম্পিউটার। শুধু তাই নয়, সংস্থা হিসেবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে লালবাজারে। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন: Nursing Student Death: খুন? কলকাতায় ফের নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু…

ঘটনাটি ঠিক কী? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখন ইডি-র হেফাজতে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। সম্প্রতি তাঁর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাট-সহ ৩ জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই তালিকায় ছিল নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্সসের অফিসও।

নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্সসের প্রায় ১৮ ঘণ্টা ধরে চলে তল্লাশি। সংস্থার হিসেবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘তল্লাশি চলাকালীন কোম্পানির কম্পিউটারে ১৬ এক্সেল ফাইল ডাউনলোড করেছেন ইডি আধিকারিকরা। ওই ফাইলগুলির সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সসের কোনও সম্পর্ক নেই’। লালবাজারের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। কবে? গতকাল, শুক্রবার। 

এদিকে লিপস অ্যান্ড বাউন্সসের অফিসে তল্লাশি বিতর্কে অভিযোগকারীকেই তলব করেছে ইডি। আগামী সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে চন্দন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ম্যারাথন তল্লাশিতে লিপ্‌স অ্যান্ড বাউন্ডস বেশ কিছু নথি ও তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সেই নথি ও তথ্য যাচাই করার জন্য তলব করা হয়েছে সংস্থার হিসেবরক্ষককে। বস্তুত, যখন তল্লাশি চলছিল, তখনও অফিসে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে।

আরও পড়ুন: JU Student Death: র‌্যাগিংয়ে কড়া ইউজিসি, পড়ুয়াদের অভিযোগ জানানোর কমিটি অবিলম্বে কার্যকর করতে হবে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *