Dengue Fever : মশার হাত থেকে বাঁচান, সিবিআই-আর্জিতে সারা – salt lake cgo complex cbi ed officers are in trouble now under mosquito bites


এই সময়: শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুর দফতরের নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার তাঁদের হাতে। কিন্তু সেই সিবিআই-ইডির অফিসাররা এখন ঘায়েল মশার কামড়ে। মগজাস্ত্রের প্রয়োগ যে করবেন, বর্তমানে সে অবস্থা নেই। সূত্রের খবর, সল্টলেকের সিজিও কমপ্লেক্সের অফিসে টেবিলের আশপাশে ঘুরপাক খাচ্ছে এডিস মশার দল।

ডেঙ্গির থাবায় ৩ জন আক্রান্ত হয়েছেন বলে বিধাননগর পুরনিগম সূত্রে খবর। এই পরিস্থিতিতে বিধাননগর পুরনিগমের শরণ নেওয়া হয়। শনিবার দুপুরে কেন্দ্রীয় সরকারি ওই দফতরে পৌঁছে চক্ষু চড়কগাছ পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্তাদের। অফিসের পিছনের অংশে ফুলের টবে গিজগিজ করছে মশার লার্ভা। ভাঙা চেয়ার, বোতল, ফুড কন্টেনারের ভিতরেও দীর্ঘদিন ধরে জমা জলে এ দিন এডিস মশার সন্ধার পেয়েছেন পুরকর্মীরা।

Dengue: মশার লার্ভা ধ্বংসে ড্রোনই অস্ত্র, হুগলিতে লাগামছাড়া ডেঙ্গি সংক্রমণের মাঝে অভিনব উদ্যোগ
চারপাশ ভর্তি গাড়ির ভাঙা অংশ, পুরোনো কুলার, এসি-তে। সবক’টিতেই জল জমে। বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ (স্বাস্থ্য) বাণীব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘এই বিল্ডিং সাফাইয়ের দায়িত্ব যাঁদের, তাঁরা ঠিকমতে কাজ না করার কারণেই এমন পরিস্থিতি।’ সিবিআই, ইডি-সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার অফিস রয়েছে সিজিও-তে।

এই অফিস বিল্ডিংয়ে মশার উৎপাত কমাতে সপ্তাহে অন্তত একদিন সাফাই অভিযান চালানো হবে পুরনিগমের তরফে বাণীব্রত জানান। পাশাপাশি সিজিও কমপ্লেক্স রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকেও এ দিন নোটিস দিয়ে সতর্ক করেছে পুরনিগম। সম্প্রতি সিবিআইয়ের তরফে একটি চিঠি পাঠানো হয় পুরনিগমে। জানানো হয়, সিজিও কমপ্লেক্সের একতলা এবং দোতলায় সিবিআই অফিসে সন্ধে নামলেই মশার উৎপাতে কাজ করা দায় হয়ে দাঁড়াচ্ছে।

Salt Lake Bus Route : হারানো বাসরুট ফিরে আসুক, চায় সল্টলেক
সেখানকার তিনজনের ডেঙ্গি ধরা পড়েছে। মশার উৎপাত বন্ধ না হলে আক্রান্ত আরও বাড়বে বলে আশঙ্কা। তা ছাড়া, তদন্তের স্বার্থে প্রভাবশালী মানুষদের মাঝেমধ্যেই ডাক পড়ে এই অফিসে। তাই, মশা তাড়ানোর জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানায় তারা। যার ভিত্তিতেই এ দিন পুরনিগমের জনস্বাস্থ্য বিভাগের সাত কর্মী এ দিন সিজিও কমপ্লেক্সে যান।

WB Govt Job: রাজ্যের খাদ্য দফতরে শীঘ্রই ব্যাপক নিয়োগ, কোন পদে কী যোগ্যতা প্রয়োজন, জানুন সব তথ্য
প্রায় দু’ঘণ্টা ধরে পুরো চত্বরে রাসায়নিক স্প্রে করা হয়। ব্লিচিং পাউডারও ছড়ানো হয় কমপ্লেক্স জুড়ে। পাশাপাশি সেখানকার কর্মী-অফিসারদের চারপাশ পরিচ্ছন্ন রাখার আবেদন জানান পুরনিগমের কর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *